গোয়ার রাস্তায় হাতে বিয়ারের বোতল এই একটি দৃশ্যেই নতুন করে বিতর্কে জড়িয়ে পড়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। লাল রঙের ছোট পোশাকে বন্ধুদের সঙ্গে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা ও কটাক্ষ। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, প্রকাশ্য রাস্তায় এভাবে মদের বোতল হাতে ঘোরাঘুরি কতটা গ্রহণযোগ্য।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ শচীন টেন্ডুলকারের পরিবারের মর্যাদা টেনে এনে সারার আচরণ নিয়ে আপত্তি জানান। আবার অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে বলেন, সারা একজন প্রাপ্তবয়স্ক নাগরিক। ব্যক্তিগত জীবনে তিনি কী করবেন, কোথায় যাবেন বা কী খাবেন তা সম্পূর্ণই তাঁর নিজস্ব সিদ্ধান্ত।
উল্লেখ্য, সারা টেন্ডুলকার ক্রীড়াজগৎ বা অভিনয়ে যুক্ত নন। তিনি একজন উদ্যোক্তা ও স্বাস্থ্যসচেতন জীবনধারার প্রচারক। লন্ডন থেকে পুষ্টিবিদ্যায় উচ্চশিক্ষা সম্পন্ন করা সারা নিজের সংস্থার মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অনুসারীর সংখ্যা বিপুল।
বিশ্লেষকদের মতে, তারকাসন্তান হওয়ার কারণেই সারার প্রতিটি ব্যক্তিগত মুহূর্ত আলোর নিচে চলে আসে। বেড়াতে গিয়ে স্বাভাবিক আনন্দের একটি দৃশ্যও মুহূর্তে রূপ নেয় জাতীয় বিতর্কে। প্রশ্ন উঠছে, ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির সীমারেখা ঠিক কোথায়।
এমকে/টিএ