বলিউডে আবারও ফিরেছে পোলকা ডটের জয়জয়কার। সময়ের স্রোতে হারিয়ে না যাওয়া এই নকশা যে কতটা চিরকালীন ও বহুমুখী, তা নতুন করে প্রমাণ করছেন বলিউডের শীর্ষ অভিনেত্রীরা। সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠান ও প্রকাশ্য উপস্থিতিতে পোলকা ডটের পোশাকে নজর কেড়েছেন একাধিক তারকা।
অভিনেত্রী তৃপ্তি ডিমরি গোলাপি রঙের পোলকা ডট গাউনে পেপলাম ধাঁচের নকশায় হাজির হয়ে মুগ্ধতা ছড়ান। অনন্যা পান্ডে লেসের কাজ করা পোলকা ডট পোশাকে সহজ ও মার্জিত রূপে ধরা দেন। আলিয়া ভাট বেছে নিয়েছেন কালো রঙের সাদামাটা পোলকা ডট শাড়ি, যেখানে সংযমী সাজেই ফুটে উঠেছে তাঁর ব্যক্তিত্ব।
কিয়ারা আদভানি সাদা পোলকা ডট শাড়ির সঙ্গে রঙিন ব্লাউজ পরে পোশাকে এনেছেন প্রাণবন্ত ছোঁয়া। অন্যদিকে সিমার ভাটিয়া আধুনিক বেল্ট ও চোখে পড়ার মতো কানের দুলের সঙ্গে রেট্রো ঘরানার পোলকা ডট সাজে তুলে ধরেছেন পুরোনো দিনের গ্ল্যামারের আধুনিক রূপ।
লালগালিচা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পোলকা ডটের এই উপস্থিতি আবারও প্রমাণ করছে, এই নকশা শুধু সাময়িক ঝোঁক নয়, বরং একটি দীর্ঘস্থায়ী রুচির প্রতীক। গাউন, শাড়ি কিংবা ফিউশন পোশাক, সব ক্ষেত্রেই পোলকা ডট নতুনভাবে নিজেকে তুলে ধরছে, যেখানে পুরোনো দিনের আবেদন আর আধুনিকতার মেলবন্ধন স্পষ্ট।
এমআর/টিএ