২০২৫ ছিল ভারতীয় ওটিটির জন্য একটি যুগান্তকারী বছর, যেখানে গল্প বলার দক্ষতা মিলিত হলো অসাধারণ অভিনয়ের সঙ্গে। অভিজ্ঞ অভিনেতা থেকে নতুন প্রতিভা—এই সাতজন অভিনেতা নতুন মাত্রা যোগ করলেন চরিত্রে।
মনোজ বাজপায়ী ফিরেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এ শ্রীকান্ত তিওয়ারি হিসেবে, যেখানে আবেগ ও গুপ্তচরীর ভারসাম্য দেখালেন নিখুঁতভাবে। জাইদীপ আহলাওয়াতের ‘পাতাল লোক ২’ অভিনয় সর্বোচ্চ প্রশংসা পেয়েছে, আর জাহান কাপুর ‘ব্ল্যাক ওয়্যারেন্ট’-এ শক্তিশালী অভিষেক করেছেন। সায়নী গোপতা ‘দিল্লি ক্রাইম ৩’-এ আবেগঘন চরিত্রে প্রভাব রেখে গেছেন, তিলোতামা শোমে ‘পাতাল লোক’-এর জগতে নতুন মাত্রা যোগ করেছেন। হুমা কুরেশি ‘মহারাণী ৪’-এ রাজনৈতিক তপ্ততা নিয়ে মন জয় করেছেন, আর রাঘব জুয়্যাল ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ অন্ধকার ও সাহসী চরিত্রে সবাইকে চমক দিয়েছেন।
এই সব অভিনয় শুধু বিনোদন নয়, ওটিটিতে মানদণ্ড উঁচিয়ে দিয়েছে, প্রমাণ করে ভারতীয় গল্প বলার কেন্দ্র এখন ডিজিটাল প্ল্যাটফর্মেই।
এবি/টিকে