বছরের প্রথম দিন চেলসির প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন এনজো মারেসকা। ২০২৯ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ক্লাবের সঙ্গে সমাঝোতা করেই দায়িত্ব ছেড়েছেন ৩২ দলের ক্লাব বিশ্বকাপ জয়ী কোচ।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে চেলসি। ২০২৪ সালে মরিসিও পচেত্তিনোর বিদায়ের পর চেলসির কোচের দায়িত্ব নিয়েছিলেন মারেসকা। তার অধীনে প্রথম মৌসুমে উয়েফা কনফারেন্স লিগ জিতেছিল চেলসি। গত জুলাইয়ে প্রথমবারের মতো আয়োজিত ৩২ দলের ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় তারা।
বিজ্ঞপ্তিতে চেলসি বলেছে, ‘ক্লাবে থাকার সময় এনজো উয়েফা কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেছেন। ওই অর্জনগুলো ক্লাবের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। ক্লাবে তার অবদানের জন্য তাঁকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখন প্রধান লক্ষ্য হলো চারটি টুর্নামেন্টই ভালোভাবে খেলা ও চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়া। এনজো ও ক্লাব-দুই পক্ষেরই মনে হয়েছে, একটা পরিবর্তনেই গন্তব্যে ফিরে আসতে পারে ক্লাব।’
আইকে/টিএ