বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অন্তত ১১৬ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। দীর্ঘ তদন্তের পর এই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করেছে ওভারসাইট অ্যান্ড অ্যান্টি-করাপশন অথরিটি (নাজাহা)। আরবি দৈনিক ওকাজের বরাত দিতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
নাজাহা জানায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশব্যাপী চালানো এক অভিযানে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে ওই মাসে মোট ১,৪৪০টি পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পৌর ও আবাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা ছিলেন।
সংস্থাটি আরও জানিয়েছে, মূলত ঘুষ গ্রহণ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আমলে নিয়েই তদন্ত করা হয়েছে। অভিযুক্তদের বিচার বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি হিসেবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট ১১৬ জন সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদের মধ্যে কয়েকজনকে পরবর্তীতে জামিনে মুক্তি দেয়া হয়েছে।
নাজাহা আরও জানায়, জনস্বার্থের অর্থ সুরক্ষা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি খাতে সব ধরনের দুর্নীতি প্রতিরোধের জন্যই তাদের এই অভিযান। জনগণকে আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির কোনো সন্দেহজনক ঘটনা তাদের নির্ধারিত চ্যানেলের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছে নাজাহা। এসব চ্যানেলের মধ্যে রয়েছে টোল-ফ্রি নম্বর ৯৮০ এবং নাজাহার ওয়েবসাইট।
কর্মকর্তারা বলেন, স্বচ্ছতা জোরদার, দুর্নীতিবিরোধী জাতীয় প্রচেষ্টা ও সুশাসন প্রতিষ্ঠায় জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসএস/টিএ