রংপুর রাইডার্সের বিপক্ষে বল হাতে রীতিমতো আগুন ঝরান রিপন মন্ডল। এদিন বল হাতে ২ উইকেট নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে সুপার ওভারে নিয়ে যান। পরে সুপার ওভারেও দারুণ বোলিংয়ে দেন মোটে ৬ রান। তারপর সহজেই ম্যাচ জিতে যায় রাজশাহী। ম্যাচ শেষে তার বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন প্রতিপক্ষ দলের কোচ।
রংপুরের সহকারী ও জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছেন, ‘রাজশাহী টিমটা খুব চমৎকার। বিশেষ করে রিপন মন্ডলের প্রশংসা করতেই হবে। যেভাবে সে সম্প্রতি পারফর্ম করছে, এর আগে বাংলাদেশ ‘এ’ টিমের হয়েও আমরা দেখেছিলাম যে সুপার ওভারে সে চমৎকার বল করেছিল। ওই ছন্দটাই সে ধরে রেখেছে।’
রিপনের ইনিংসের শেষ ওভার ও সুপার ওভারের প্রশংসা করে আশরাফুল বলেন, ‘আমি বলব যে ২০ নম্বর ওভার এবং সুপার ওভারে চমৎকার বল করেছে রিপন। আমাদের যেই ব্যাটিং লাইনআপ, যেই টিম- অবশ্যই আমরা এর থেকে ভালো পারফরম্যান্স আশা করি। মাঝখানে আসলে প্রথম ম্যাচ খেলার পরে আবার দুইদিন খেলা হয়নি। আবার আজকে এসেছি। তো আশা করি যে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারব, ইনশাআল্লাহ।’
জাতীয় দলে রিপনের সম্ভাবনা নিয়ে ব্যাটিং কোচ বলেছেন, ‘রিপনের পারফরম্যান্স অবশ্যই সিলেক্টররা দেখছেন। তার ব্যাপারে সিলেক্টররা ভালো বলতে পারবেন। এমনিতেই আসলে আমাদের পেস ইউনিটটা কিন্তু খুব ভালো। আপনি যদি দেখেন যে শেষ পাঁচ ছয় বছর ধরে আমাদের প্রায় আট-দশটা বলার আছে যারা ১৪০ প্লাসে বল করতে পারে।’
এমকে/এসএন