সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ।
বৃহস্পতিবার ১ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে এক শোকবার্তা পাঠান তিনি। শোকবার্তায় বাদশাহ সালমান প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন সে দোয়া করেন।
একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানও এ উপলক্ষে পৃথক এক শোকবার্তায় বাংলাদেশের সরকার ও খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ৮০ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
আরপি/এসএন