বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঘিরে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নানা আলোচনা চলছেই। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম—জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান কি এবার সক্রিয় রাজনীতিতে আসছেন—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।
বাবা তারেক রহমানের সঙ্গে কিংবা তার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক ও দলীয় অনুষ্ঠানে উপস্থিতি আগেই আলোচনার জন্ম দিয়েছিল ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বাবার প্রতিনিধি হয়ে অংশ নেন তিনি। এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির একাধিক ভার্চুয়াল সভায় যুক্ত হন। সর্বশেষ দাদি খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাবার পাশে দেখা যায় তাকে। এসব উপস্থিতিই জাইমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।
দলীয় সূত্রগুলো বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাবার পাশে থেকেই সক্রিয় ভূমিকা রাখতে পারেন জাইমা রহমান। দীর্ঘদিন লন্ডনে অবস্থানকালে আইন পেশায় যুক্ত থাকার পাশাপাশি তিনি রাজনীতি নিয়েও নিয়মিত খোঁজখবর রাখতেন। ১৭ বছর পর দেশে ফেরা, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিতি অনেকের চোখে তার রাজনীতিতে ধীরে ধীরে যুক্ত হওয়ার ইঙ্গিত হিসেবেই ধরা পড়ছে।
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উত্তরাধিকার নতুন কিছু নয়। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে জাইমা রহমানের রাজনীতিতে আসা অনিবার্য ছিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে, সেই সময়টা আর খুব দূরে নয়।
এসএন