নতুন বছরে কোন কোন চমক নিয়ে আসছে বলিউড

নতুন সূর্যের আলোয় ২০২৬ কেবল একটি বছর নয়; বরং বলিউডের জন্য যেন এক মহাযজ্ঞের শুরু। বড় বাজেট, বিশাল ক্যানভাস আর তারকাদের আগুনঝরা উপস্থিতিতে এ বছর প্রেক্ষাগৃহ রূপ নিতে যাচ্ছে উৎসবমঞ্চে। সিক্যুয়েল-থ্রিক্যুয়েলের দাপট, মহাকাব্যের পুনর্জন্ম আর স্টারপাওয়ারে ভর করে বলিউডের সবাই প্রস্তুত নিজের ‘ফায়ারপাওয়ার’ প্রদর্শনে। রণবীর কাপুরের একের পর এক মুক্তি, ভিকি-রণবীর সিংয়ের গতির ধারাবাহিকতা আর দীর্ঘ বিরতির পর শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, সব মিলিয়ে ২০২৬ হয়ে উঠতে পারে সিনেমার ইতিহাসে আরেকটি স্বর্ণালি অধ্যায়। এ বছর ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রিতে মুক্তি পেতে চলেছে বেশ কিছু সিনেমা। আজকের প্রতিবেদনে থাকছে সেসব সিনেমার গল্প। 

রামায়ণ পার্ট-১

এই সিনেমায় একটি প্রাচীন মহাকাব্যের গল্পে উঠে আসতে চলেছে এক যুবরাজ ও এক রাজকন্যার জীবনসংগ্রাম। বিবাহের পর আকস্মিক নির্বাসন তাদের জীবনে ডেকে আনে এক অনিশ্চিত যাত্রা, যা ভালোবাসা, কর্তব্য ও নিয়তির কঠিন পরীক্ষায় ভরে ওঠে। এই ঘটনাপ্রবাহই ভবিষ্যতের আরও বড় চ্যালেঞ্জ ও মহাকাব্যিক সংঘাতের ভিত্তি গড়ে দেয়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। ছবিতে অভিনয় করেছেন, রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওলসহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে।


লাভ অ্যান্ড ওয়ার

রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে একসঙ্গে নিয়ে এটাই নির্মাতা সঞ্জয় লীলা বানসালির প্রথম কাজ। ছবিটি নাকি আবর্তিত হবে দুই সেনা কর্মকর্তা অর্থাৎ রণবীর ও ভিকির অভিনীত চরিত্রের মাধ্যমে এবং আলিয়া ভাটকে ঘিরে গড়ে ওঠা এক জটিল ত্রিমুখী প্রেমকে কেন্দ্র করে, যেখানে কর্তব্য ও আকাঙ্ক্ষার টানাপোড়েনে জড়িয়ে পড়েন আলিয়ার চরিত্রটি। যুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১৪ আগস্ট।


টক্সিক

অতীতের এক সময়কে ঘিরে নির্মিত নতুন এই গল্পের পটভূমি গোয়ার উপকূল। রোদঝলমলে সৈকত ও বর্ণিল সংস্কৃতির আড়ালে কীভাবে এক শক্তিশালী মাদকচক্র পুরো এলাকা নিয়ন্ত্রণ করে, সেই রোমাঞ্চকর কাহিনিই উঠে আসবে এই সিনেমায়। গীথু মোহনদাসের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন যশ, নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশিসহ আরও অনেকে। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ।

ধুরন্ধর টু

সিনেমার এ পর্বে এবার দেখা যাবে হামজা আলী মাজারি ছদ্মবেশে পাকিস্তানের অপরাধজগতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। জস্কিরাত সিং রাঙ্গি নামের এই ব্যক্তি গোপন অভিযানের অংশ হিসেবে অপরাধচক্রের গভীরে প্রবেশ করেন এবং একই সঙ্গে রহস্যময় মাজোর সন্ধানে অনুসন্ধান চালিয়ে যান। এই বিপজ্জনক মিশনকে ঘিরে গল্পে তৈরি হচ্ছে টানটান উত্তেজনা। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুনসহ আরও অনেকে। ছবিটি এ বছরের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কিং

গুরু ও শিষ্যকে কেন্দ্র করে এক রুদ্ধশ্বাস অভিযানের গল্প নিয়ে আসছে ‘কিং’। বিপদসংকুল পথ, সীমাহীন প্রতিকূলতা আর নির্মম পরিবেশ সবকিছুর মধ্য দিয়েই এগোতে হয় তাদের। টিকে থাকার লড়াইয়ে বারবার পরীক্ষার মুখে পড়ে অভিজ্ঞতা, ধৈর্য ও পারস্পরিক বিশ্বাস। গল্পটি কেবল শারীরিক সংগ্রামের নয়, বরং মানসিক দৃঢ়তা ও মানবিক সম্পর্কের গভীরতাও তুলে ধরে, যা দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ধরে রাখবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। অভিনয়ে রয়েছেন, শাহরুখ খান, সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোনসহ আরও অনেকে। সিনেমাটি ২০২৬ সালের তৃতীয় বা চতুর্থ ভাগে মুক্তির কথা রয়েছে।



ব্যাটল অব গালওয়ান

গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই সিনেমা। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করেছেন বলিউড ভাইজান সালমান খান। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত সিনেমা ব্যাটল অব গালওয়ানে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অভিলাস চৌধুরী, অঙ্কুর ভাটিয়াসহ আরও অনেকে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ এপ্রিল।

ও রোমিও

এই সিনেমায় স্বাধীনতা-পরবর্তী মুম্বাইকে কেন্দ্র করে উঠে আসছে এক সময়ের অন্ধকার জগতের গল্প। বদলে যেতে থাকা শহরের পটভূমিতে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আন্ডারওয়ার্ল্ড, যার প্রভাব ছড়িয়ে পড়ে রাজনীতি, ব্যবসা ও সাধারণ মানুষের জীবনেও। সেই সময়ের অপরাধজগত, ক্ষমতার লড়াই ও বেঁচে থাকার নির্মম বাস্তবতাকে ঘিরেই আবর্তিত হয়েছে এই রুক্ষ ও বাস্তবধর্মী আখ্যান। ভারতের ব্যস্ত মহানগরের অলিগলি ও ছায়ার ভেতর দিয়ে এগিয়ে যাওয়া এই গল্প দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে এক ভয়ংকর মুম্বাইয়ে, যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করে বিপদ, আর ক্ষমতার মূল্য দিতে হয় রক্তে।

বিশাল ভরদ্বাজের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন, শহিদ কাপুর, তৃপ্তি দিমরি, নানা পাটেকরসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রংপুর-৩ ও ৪ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল, জিএম কাদের-আখতারসহ বৈধ ১৪ Jan 02, 2026
img

সিরাজগঞ্জ-২

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত নেতাকে জরিমানা Jan 02, 2026
img
প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, অভিযোগ হাসনাত আবদুল্লাহর Jan 02, 2026
img
রিয়াল কিংবদন্তির চোখে মেসিই সর্বকালের সেরা Jan 02, 2026
img
বর্ষবরণের রাতে পশ্চিমবঙ্গে গান গাইতে এসে বিপত্তিতে Jan 02, 2026
img
অত্যাচার সহ্য করে গণতন্ত্রের জন্য লড়েছেন খালেদা জিয়া: মির্জা আব্বাস Jan 02, 2026
img
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি ‘মঞ্চ-২৪’র Jan 02, 2026
img
যুক্তরাষ্ট্রে বিয়ে করলেই নিশ্চিত নয় গ্রিন কার্ড Jan 02, 2026
img
শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি করল এনবিআর Jan 02, 2026
img
ভারতে দূষিত পানি ব্যবহারে প্রাণ গেল ৯ জনের, হাসপাতালে ভর্তি ২০০ Jan 02, 2026
img
৪৫ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে যাচ্ছেন ভেনাস Jan 02, 2026
img
আগামী ২০ তারিখের মধ্যে বিচার কার্যক্রমের একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে : জাবের Jan 02, 2026
img
মালদ্বীপে শোক বইয়ে বিভিন্ন দেশের হাইকমিশনারদের স্বাক্ষর Jan 02, 2026
img
৭ই জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের Jan 02, 2026
img
আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব Jan 02, 2026
img
বিটিআরসি ভাঙচুর : ৫৫ জনের নামসহ অজ্ঞাত ৫০০-৬০০ জনের নামে মামলা Jan 02, 2026
img
বিপিএলে চট্টগ্রামের ১০ উইকেটে জয় Jan 02, 2026
img
মাগুরা-২ আসনে ‘বেকার প্রার্থী’ মোয়জ্জেম, স্ত্রীর রয়েছে ৮ ভরি স্বর্ণ Jan 02, 2026
img
বাণিজ্য মেলার ৩০তম আসরের পর্দা উঠছে আগামীকাল Jan 02, 2026
img
বাংলাদেশে অত্যন্ত সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব Jan 02, 2026