নতুন করে আলোচনায় ‘লেডি সুপারস্টার’ নয়নতারা

‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে ভারতীয় বাণিজ্যিক সিনেমার দৃশ্যপট বদলে দেওয়া কন্নড় সুপারস্টার ইয়াশ ফিরছেন তাঁর ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ নিয়ে। সিনেমাটি মুক্তির এখনও অনেক সময় বাকি থাকলেও সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা ইতোমধ্যেই আকাশচুম্বী। বড় বাজেট, আন্তর্জাতিক পরিকল্পনা আর তারকাবহুল অভিনয়। সব মিলিয়ে ‘টক্সিক’ শুরু থেকেই আলাদা করে নজর কাড়ছে। এরই মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা।

সম্প্রতি প্রকাশিত একটি পোস্টারে প্রথমবারের মতো প্রকাশ পেয়েছে নয়নতারার চরিত্র ‘গঙ্গা’। পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। সেখানে নয়নতারাকে দেখা যায় এক অভিজাত ক্যাসিনোর প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকতে, হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র, চোখেমুখে রহস্যের ছাপ। তাঁর দৃষ্টি শান্ত হলেও তাতে লুকিয়ে আছে ভয়ংকর আত্মবিশ্বাস।



এতদিন যাঁকে দর্শক দেখেছেন গ্ল্যামার, আবেগ কিংবা শক্তিশালী নারী চরিত্রে। এই ছবিতে তিনি যেন একেবারে ভিন্ন এক জগৎ থেকে উঠে আসা চরিত্র, যেখানে সৌন্দর্যের পাশাপাশি বিপদ ও ক্ষমতার ইঙ্গিত স্পষ্ট। গঙ্গা চরিত্রটি যে শুধুই শোপিস নয়, বরং গল্পের অন্যতম চালিকাশক্তি। তা পোস্টার দেখেই আন্দাজ করা যাচ্ছে। প্রথাগত নায়িকা ইমেজ ভেঙে নয়নতারার এমন বিধ্বংসী ও রহস্যময় উপস্থিতি দর্শকের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অনেকেই ধারণা করছেন, ‘টক্সিক’-এ তাঁর চরিত্রটি নৈতিকতার ধূসর অঞ্চলে দাঁড়িয়ে থাকা এক শক্তিশালী নারীর প্রতীক, যা সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করবে।

দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে ৭৫টিরও বেশি সিনেমায় কাজ করা নয়নতারা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান বহু আগেই পোক্ত করেছেন। বিশেষ করে নারীকেন্দ্রিক গল্পে তিনি যে কতটা প্রভাবশালী হতে পারেন, তার প্রমাণ মিলেছে ‘আরাম্ম’, ‘মায়া’ কিংবা ‘কলামাভু কোকিলা’র মতো ছবিতে। এসব সিনেমায় তিনি কেবল নায়িকা নন; বরং গল্পের কেন্দ্রবিন্দু। এবার ইয়াশের সঙ্গে তাঁর জুটি বড় পর্দায় কেবল তারকাখ্যাতির মেলবন্ধন নয়, বরং অভিনয়ের শক্তির এক নতুন সমন্বয় তৈরি করবে– এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

‘টক্সিক’ নির্মাণ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালয়ালম নির্মাতা গীতু মোহান্দাস। তিনি জানিয়েছেন, এই সিনেমায় নয়নতারাকে এমন এক লুকে দেখা যাবে, যা তাঁর ক্যারিয়ারে আগে কখনও দেখা যায়নি। তাঁর মতে, গঙ্গা চরিত্রটির ভেতরের শক্তি, নীরবতা আর রহস্যের সঙ্গে নয়নতারার ব্যক্তিত্বের এক গভীর মিল রয়েছে, যা পর্দায় চরিত্রটিকে আরও বাস্তব ও প্রভাবশালী করে তুলবে। ‘টক্সিক’-এর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর আন্তর্জাতিক নির্মাণ পরিকল্পনা।

ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কন্নড় ও ইংরেজি ভাষায় একসঙ্গে একটি সিনেমার শুটিং হচ্ছে। মূল লক্ষ্য বিশ্ববাজার। সেই কারণেই সিনেমাটির গল্প, ভিজ্যুয়াল ভাষা এবং নির্মাণশৈলীতে আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। মুক্তির পর এটি হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় ডাবিং করে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

নয়নতারার পাশাপাশি এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচিত মুখ কিয়ারা আদভানি এবং হুমা কুরেশি। কিয়ারা অভিনয় করছেন নাদিয়া চরিত্রে, যিনি গল্পে এক ভিন্ন মাত্রা যোগ করবেন বলে জানা গেছে। অন্যদিকে হুমা কুরেশিকে দেখা যাবে এলিজাবেথ নামে এক রহস্যময় চরিত্রে, যার উপস্থিতি সিনেমার গল্পকে আরও জটিল ও আকর্ষণীয় করে তুলবে। ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ১৯ মার্চ ২০২৬।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশে অত্যন্ত সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব Jan 02, 2026
img
শ্রীলংকায় যাচ্ছে ‘রাক্ষস’ টিম Jan 02, 2026
img
মুন্সীগঞ্জ-৩ আসনে বাতিল হলো ৪ জনের মনোনয়ন Jan 02, 2026
img
ফাহিল আল চৌধুরীর বিতর্কিত মন্তব্য ঘিরে সিলেট টাইটান্সের ম্যাচ বয়কট সাংবাদিকদের Jan 02, 2026
img
শপথ নিয়েই কাজে ঝাঁপিয়ে পড়লেন মামদানি Jan 02, 2026
img
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ Jan 02, 2026
img
বিশ্বকাপ দলে নেই জাকের আলী! Jan 02, 2026
img
গাইবান্ধায় জামায়াতের হেভিওয়েট প্রার্থীসহ আটজনের মনোনয়ন বাতিল Jan 02, 2026
img
নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করলেন তারেক রহমান Jan 02, 2026
img
শেখ হাসিনা-কামালকে দেশে ফিরতেই হবে: প্রেস সচিব Jan 02, 2026
img
২০২৬ সালে একাধিকবার খেলবেন ভারত ও পাকিস্তান Jan 02, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ‘রেইনবো নেশন’: আমীর খসরু Jan 02, 2026
img
মালয়েশিয়ায় বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর আইন, ছাড় নেই বিদেশিদেরও Jan 02, 2026
img
১৪৫ কোটি টাকার সম্পদের মালিক মির্জা আব্বাস, আছে আগ্নেয়াস্ত্র ও ৩২টি মামলা Jan 02, 2026
img
আধিপত্যবাদের প্রতিবাদ করায় সিরাজ শিকদার-হাদিদের শহীদ হতে হয়েছে : রাশেদ প্রধান Jan 02, 2026
img
মাদক পাচার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভেনেজুয়েলা: মাদুরো Jan 02, 2026
img
হলফনামায় তথ্য গড়মিল থাকায় বগুড়া-২ আসনে মান্নার মনোনয়নপত্র বাতিল Jan 02, 2026
img
বাংলাদেশের সঙ্গে ভারত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি প্রকাশ Jan 02, 2026
img
মা হারালেন অভিনেত্রী মিলি বাশার Jan 02, 2026
হানিয়ার জীবনে কি ফিরছে পুরনো প্রেম? Jan 02, 2026