আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নতুন বছরের যাত্রা শুরু করবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচি আগেই প্রকাশিত হয়েছিল। এবার বছরজুড়ে বাংলাদেশের সাতটি দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। যেখানে ঘরের মাঠে লিটন-শান্ত-মুস্তাফিজরা অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর বিপক্ষে লড়বে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে লড়বে। আইসিসির এই মেগা ইভেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। এরপরই টাইগাররা দ্বিপাক্ষিক সিরিজে নামবে। মার্চে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে সফর করবে পাকিস্তান। এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ড আসবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে।
মে মাসে আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান, এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্টে মুখোমুখি হবে উভয় দল। এরপর অস্ট্রেলিয়ার পালা, জুন মাসে তারা ঢাকায় পা রাখবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে। আগস্টে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশে সফর করবে। দুটি টেস্ট খেলতে অক্টোবরে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া মে মাসে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডেতে মুখোমুখি হবে।
২০২৬ সালে বাংলাদেশের দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি
বাংলাদেশ বনাম পাকিস্তান : ৩টি ওয়ানডে
প্রথম ওয়ানডে– ১২ মার্চ, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ১৪ মার্চ, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১৬ মার্চ, ২০২৬
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড : ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ১৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ২০ এপ্রিল, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ২৩ এপ্রিল, ২০২৬
প্রথম টি-টোয়েন্টি– ২৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ২৯ এপ্রিল, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২ মে, ২০২৬
বাংলাদেশ বনাম পাকিস্তান : ২টি টেস্ট
প্রথম টেস্ট– ৮-১২ মে, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া : ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ৫ জুন, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ৮ জুন, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১১ জুন, ২০২৬
প্রথম টি-টোয়েন্টি– ১৫ জুন, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১৮ জুন, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২০ জুন, ২০২৬
বাংলাদেশ বনাম ভারত : ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ১ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ৩ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ৬ সেপ্টেম্বর, ২০২৬
প্রথম টি-টোয়েন্টি– ৯ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১২ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ : ২টি টেস্ট
ওয়ার্মআপ– ২২-২৪ অক্টোবর (তিন দিনব্যাপী)
প্রথম টেস্ট– ২৮ অক্টোবর-১ নভেম্বর, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬
বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ : ২টি চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে (মে, ২০২৬)
আরআই/এসএন