নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান ও জনপ্রিয় মডেল মোনালিসা অভিনীত নতুন শর্ট ফিল্ম। কাজটির শিরোনাম ‘ট্র্যাপড’।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) হৃদয় খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্মটি মুক্তি পায়। প্রায় ৩০ মিনিটের শর্ট ফিল্মটি নিউইয়র্ক শহরকে কেন্দ্র করে নির্মিত। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যে পরিপূর্ণ ‘ট্র্যাপড’।
গল্পের কিছু দৃশ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন হৃদয়। ক্যাপশনে লেখেন, স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস যখন ভুল লোকেরা তোমাকে তা দিতে চায়। এরপর হ্যাশট্যাগ দিয়ে ‘ট্র্যাপড’ ও ‘শর্টফিল্ম’ শব্দ দুটি জুড়ে দেন হৃদয়। জানান, ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন কাজটি। শর্টফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন গায়ক নিজেই। নেটদুনিয়ায় কাজটি প্রকাশ করে হৃদয় জানিয়েছেন, তার জীবন থেকেই তৈরি করা হয়েছে এ নতুন গল্প।
নতুন কাজ প্রসঙ্গে হৃদয় বলেন, অনেক সময় নিয়ে কাজটি তৈরি। আশা করছি, সবাই পছন্দ করবে আমার সিনেমা।
প্রসঙ্গত, শর্টফিল্মটির মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন মোনালিসা। পর্দায় হৃদয় খানের বিপরীতে ধরা দিয়েছেন। শর্টফিল্মে হৃদয় খান, মোনালিসা ছাড়াও নিউইয়র্কের স্থানীয় শিল্পীরা অভিনয় করেছেন।
এবি/টিকে