বোলিংয়ে ঝলক দেখালেও ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না সাকিব আল হাসান। অবশেষে প্রয়োজনের দিনে ব্যাটে-বলে একসঙ্গে জ্বলে উঠলেন তিনি। টাইগার সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের স্বরুপে ফেরার দিনে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সকে বিদায় করে ফাইনালে চলে গেছে সাকিবের দল এমআই এমিরেটস।
শুক্রবার (২ জানুয়ারি) আইএলটি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে আবুধাবি নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে এমআই এমিরেটস। বল হাতে কিপটে বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। পরে ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রানের টর্নেডো ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আগামীকাল ৪ জানুয়ারি শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১২০ রানের সংগ্রহ দাঁড় করায় আবুধাবি নাইট রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আলিশান শারাফু। ওপেনার অ্যালেক্স হেলস ৩৬ বলে ২৯ রান করেছেন। তিনে নেমে ৮ বলে ১৩ রান করেন ব্রেন্ডন ম্যাকমুলেন।
বল হাতে প্রথম ওভারেই আক্রমণে এসে মাত্র ২ রান দেন সাকিব। তৃতীয় ওভারে এসে এই বাঁহাতি স্পিনার দিয়েছেন ৯ রান। ২ ওভারে ১১ রান দেয়া সাকিব ৯ম ওভারে বোলিংয়ে ফিরে দেন ৫ রান। আর ১৩তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন সাকিব। সেখানে দেন ৪ রান। ৪ ওভারে ২০ রান দিয়ে নিজের বোলিং কোটা শেষ করেন তিনি, উইকেট পাননি।
১২১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় এমআই এমিরেটস। দ্বিতীয় ওভারে ৬ বলে ৫ রান করে বিদায় নেন দলটির ক্যারিবিয়ান ওপেনার আন্দ্রে ফ্লেচার। আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিমও সুবিধা করতে পারেননি। ১৪ বলে ১০ রান করে দলের ৩৬ রানের মাথাতে বিদায় নেন তিনি। এরপর টম ব্যান্টনের সাথে জুটি বাঁধেন সাকিব।
ব্যান্টন রয়েসয়ে খেললেও আগ্রাসী মেজাজে ছিলেন সাকিব। একের পর এক বাউন্ডারিতে বের করেছেন রান। দুজনের জুটিতে ভর করে জয়ের পথে এগিয়েছে এমিরেটস। ব্যান্টন ছুঁয়েছেন ফিফটি। সাকিবও ফিফটির পথেই ছিলেন। তবে অল্পের জন্য ফিফটি ছোঁয়া হয়নি। ২৩ বলে ৩৮ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে দলের ১১৮ রানের মাথাতে বিদায় নেন সাকিব আল হাসান।
ফিফটি হাঁকানো ব্যান্টন সঞ্জয় কৃষ্ণমূর্তিকে নিয়ে বাকি কাজ সারে। ০ বলে ০ রান করে টিকে ছিলেন সঞ্জয়। ৫৩ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত ছিলেন ব্যান্টন। ২৩ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করে এমআই এমিরেটস। আবুধাবির হয়ে ২ উইকেট নেন অজয় কুমার।
এমআর/টিএ