মালিকপক্ষের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিল চেলসি সমর্থকরা

ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসির অবস্থা বেগতিক। মাঠে ছন্নছাড়া পারফরম্যান্সে এরমধ্যে ছাঁটাই হয়েছেন কোচ এঞ্জো মারেস্কা। লন্ডনের ক্লাবটির মালিকপক্ষ নিয়ে ক্ষেপে আছে সমর্থকরা।

চেলসির সমর্থকরা সহ-মালিক বেহদাদ এঘবালি ও ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন। তাদের বিরুদ্ধে ক্লাবের ‘প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে ব্যর্থ’ হওয়ার অভিযোগ তুলেছে ব্লুজরা।

মৌসুমের শুরুটা ভালোই হয়েছিল চেলসির। তবে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়ার পরই খেই হারিয়ে ফেলে ক্লাবটি। কাতালান ক্লাবটিকে ঘরের মাঠে উড়িয়ে দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে মাত্র দু’টিতে জয় পায় চেলসি। তাতে চাকরি হারান কোচও।

অ্যাথলেটিকের একটি প্রতিবেদন জানিয়েছে, মারেস্কার স্থলাভিষিক্ত হিসেবে চেলসির মালিকের প্রথম পছন্দ স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনিয়র। তবে চেলসির সমর্থকরা ক্লাবটির মালিক পক্ষের ওপর ক্ষেপে আছে একাধিক কারণে।



‘নট আ প্রজেক্ট সিএফসি’ নামে একটি ফ্যান গ্রুপ একটি বিক্ষোভের পরিকল্পনা করেছে। আগামী ১৭ জানুয়ারি স্ট্যামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগে যা হতে যাচ্ছে। মূলত ‘চেলসি ক্লাব কোনো প্রকল্প নয়’ বা ‘চেলসি ক্লাবকে এক ধরনের ‘প্রজেক্ট’ হিসেবে ব্যবহার করা যাবে না’ এমন দাবি নিয়েই নামছে তারা।

গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালের মে মাসে টড বোহলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের অধীনে চেলসিকে দখল করার পর, ক্লাবটি আর এলিট ক্লাবের মতো নয় বরং খেলোয়াড় বাণিজ্যকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। যেখানে দীর্ঘমেয়াদি সম্ভাবনার জন্য বর্তমানে ক্লাবের মান ক্ষুণ্ণ হচ্ছে। চেলসি মূলত খেলোয়াড় কেনায় তরুণ প্রতিভাদের প্রাধান্য দিয়ে থাকে। ভবিষ্যৎতের কথা মাথায় রেখে ২৩ বছরের কম বয়সী উঠতি তারকাদের দিকেই ক্লাবটির নজর বেশি।

নতুন মালিকানাধীন চেলসি প্রথম দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। টোমাস টুখেল, গ্রাহাম পটার ও মাউরিসিও পচেত্তিনোর মতো একের পর এক বাঘা বাঘা কোচ ক্লাব ছাড়েন। তবে মারেস্কার কোচিংয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের খেলার যোগ্যতা অর্জন করে তারা। ২০২৪-২৫ মৌসুমে ক্লাব বিশ্বকাপ ও কনফারেন্স লিগও জিতেছে ক্লাবটি।

গ্রুপের বিবৃতিতে ক্লাবের দিকনির্দেশনার দায়ী হিসেবে এঘবালির পাশাপাশি স্পোর্টিং ডিরেক্টর পল উইনস্ট্যানলি, লরেন্স স্টুয়ার্ট, জো শিল্ডস এবং স্যাম জুয়েলকে নাম নেওয়া হয়েছে। বিবৃতিতে ছয়টি দাবি তুলে ধরা হয়েছে। পূর্ণ স্বচ্ছতা, মাইক্রোম্যানেজমেন্ট সংস্কৃতির অবসান, সংখ্যার চেয়ে নমনীয়তা অগ্রাধিকার, বোর্ডের স্থিতিশীলতা, উপযুক্ত ব্যবস্থাপনা সমর্থন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যর মতো দাবি।

এর আগে ফেব্রুয়ারিতে সমর্থকরা মালিকানা নিয়ে বিক্ষোভ করেছিলেন, যেখানে বোহলি ও ক্লিয়ারলেকের অধীনে সাফল্যের অভাব ও ট্রান্সফার খরচ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল।

এমআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
৫ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Jan 05, 2026
img
মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টকে : ট্রাম্পের হুঁশিয়ারি Jan 05, 2026
img
নাইজেরিয়ায় নৌকা ডুবে প্রাণ গেল ২৬ জনের, নিখোঁজ ১৪ Jan 05, 2026
img
ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক Jan 05, 2026
img
আমি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ : সুনেরাহ Jan 05, 2026
img
সাংবাদিকদের দলবাজির প্রয়োজন নেই: প্রিন্স Jan 05, 2026
img
জয়ের সঙ্গে বিচ্ছেদ, খোরপোশে ক্ষুব্ধ মাহী Jan 05, 2026
img
চুলের বিভিন্ন সমস্যা কমাবে আমলকী, কারিপাতা! Jan 05, 2026
img
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ Jan 05, 2026
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Jan 05, 2026
img
সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত Jan 05, 2026
img
ভেনেজুয়েলার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান ফিলিপাইনের Jan 05, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

মোহাম্মদ সিরাজকে দুর্ভাগা বললেন এবি ডি ভিলিয়ার্স Jan 05, 2026
img
ছাত্রদল নেতার বিয়ে, ফুলের বদলে ধানের শীষ উপহার পেলো অতিথিরা Jan 05, 2026
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটির মাঠে শেষ মুহূর্তের গোলে ড্র চেলসির Jan 05, 2026
img
অনিল কাপুরের ‘নায়ক’ এখন কাল্ট ফেভারিট Jan 05, 2026
বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে শীতল দিল্লি, উষ্ণ ইসলামাবাদ! Jan 05, 2026
নথিপত্র না দেখেই মনোনয়নপত্র বাতিল জামায়াত প্রার্থীর Jan 05, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 05, 2026
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ Jan 05, 2026