হাসপাতাল থেকে ফিরেই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন তৌসিফ

স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। অসুস্থ অবস্থায় তাঁর মাথায় দিতে হয়েছে ২৭টি সেলাই। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন এই শিল্পী। কারণ, অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।

তৌসিফ আহমেদ জানান, গত বছরের ২৮ ডিসেম্বর সকালে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। দীর্ঘ সময় অচেতন অবস্থায় ছিলেন। পরে স্ত্রী ও সন্তান তাঁকে ওই অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তিনি বাসায় ফেরেন।

অসুস্থতার খবর ফেসবুকে জানানোর পর থেকেই এক শ্রেণির মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটূক্তি ও ভিত্তিহীন মন্তব্য করতে শুরু করে বলে অভিযোগ করেন তৌসিফ। এসব মন্তব্য তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তৌসিফ আহমেদ লেখেন,‘আমার স্ট্রোকের খবরে বেশ কয়েকজন ব্যক্তি নেতিবাচক মন্তব্য করেছেন। যদিও এতে আমার ব্যক্তিগতভাবে তেমন কিছু যায় আসে না, তবে সাইবার বুলিং, মানহানি ও মিথ্যা তথ্য ছড়ানোর অপরাধে সাইবার নিরাপত্তা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছি।’

আরেক পোস্টে তিনি বলেন,‘দেখছি, আমাদের আশপাশের অনেক ফেসবুক ব্যবহারকারী দিন দিন খুব অসহিষ্ণু হয়ে পড়ছে। কোথায় কী বলা উচিত, সেটাও যেন ভুলে যাচ্ছে। কারও অসুস্থতার খবরে সহানুভূতির বদলে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। এমনকি আমাকে ও আমার পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা আমি সরাসরি অপরাধ হিসেবে দেখছি। এতে আমার সম্মানহানি হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। যাঁরা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, তাঁরা জানেন আমি কেমন মানুষ। অনুরোধ, আমার পরিবারকে ছোট করবেন না।’

ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তায় তৌসিফ আরও লেখেন,‘আমি হয়তো বড় শিল্পী হতে পারিনি। কিন্তু আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো- দেড় যুগ আগে প্রকাশিত আমার গাওয়া গান আজও মানুষ আগ্রহ নিয়ে শোনে, ভবিষ্যতেও শুনবে। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! আমার সম্পর্কে না জেনে দয়া করে কোনো মিথ্যা গুজব ছড়াবেন না।’

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন তৌসিফ আহমেদ। সে কারণে আগের মতো নিয়মিত কাজ করাও সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। এর আগেও তিনি একাধিকবার গুরুতর শারীরিক সমস্যায় আক্রান্ত হন। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার এবং ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন এই সংগীতশিল্পী। চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিন ধরেই বিশ্রামে রয়েছেন তিনি।

উল্লেখ্য, ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তৌসিফ আহমেদ। শুধু গায়ক হিসেবেই নয়, গান লেখা, সুর করা ও সংগীতায়োজনেও তিনি সমানভাবে সক্রিয়। ২০০৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মধ্যরাতে দেশে পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা Jan 05, 2026
img
মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা আজহারের Jan 05, 2026
img
৩০০ আসনে ১,৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩ Jan 05, 2026
img
আজ থেকে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু Jan 05, 2026
img
ভেনেজুয়েলা আমাদের এলাকা: ট্রাম্প Jan 05, 2026
img
বিএনপি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় : নজরুল ইসলাম খান Jan 05, 2026
img
খাগড়াছড়িতে আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার Jan 05, 2026
img
পরপর দুই ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে মাহমুদউল্লাহর মন্তব্য Jan 05, 2026
img
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক Jan 05, 2026
img
নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে Jan 05, 2026
img
দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ১৫তম অবস্থানে ঢাকা Jan 05, 2026
img
ভেনেজুয়েলা পরিস্থিতিতে বিপাকে ডিক্যাপ্রিও Jan 05, 2026
img
মা হওয়ার অভিজ্ঞতা আমাকে আরও পরিপূর্ণ করেছে: আলিয়া ভাট Jan 05, 2026
img
৫ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Jan 05, 2026
img
মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টকে : ট্রাম্প Jan 05, 2026
img
নাইজেরিয়ায় নৌকা ডুবে প্রাণ গেল ২৬ জনের, নিখোঁজ ১৪ Jan 05, 2026
img
ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক Jan 05, 2026
img
আমি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ : সুনেরাহ Jan 05, 2026
img
সাংবাদিকদের দলবাজির প্রয়োজন নেই: প্রিন্স Jan 05, 2026
img
জয়ের সঙ্গে বিচ্ছেদ, খোরপোশে ক্ষুব্ধ মাহী Jan 05, 2026