‘কাগজ’ খ্যাত নির্মাতা আলি জুলফিকার জাহেদী এবার হাত দিয়েছেন এক ভিন্নধর্মী ও সাহসী গল্পে। নির্মাণ করেছেন বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’। পারিবারিক সহিংসতা, লিঙ্গভিত্তিক নিপীড়ন এবং একটি শিশুর মানসিক গঠনের ওপর তার দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে নির্মিত এই ছবিটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘কান চলচ্চিত্র উৎসব’-কে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।
আর এই ছবিতে প্রথমবারের মতো দর্শকরা জনপ্রিয় অভিনেত্রী রুনা খান-কে দেখবেন পুলিশের চরিত্রে। আদ্রিয়ান প্রোডাকশনের প্রযোজনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, আহমেদ রেজা, আফফান মিতুল, মেহেরা রহমান সিমরান ও নকশী তাবাচ্ছুম প্রমুখ।
গল্পের কেন্দ্রে শিশু ‘পিকু’ ও এক ভয়াবহ বিশ্বাস ‘রক্তছায়া’ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি একটি সামাজিক দর্পণ। গল্পের কেন্দ্রে রয়েছে পিকু নামের এক শিশু। যে বড় হয়ে ওঠে এমন এক ঘরে, যেখানে ভালোবাসার চেয়ে ভয় বেশি। বাবার কর্তৃত্বপরায়ণ আচরণ আর সমাজের গভীরভাবে প্রোথিত এক ভয়ংকর বিশ্বাস-‘মেয়েরা বেশি কথা বললে মারা যায়’-এই বাক্যটি পিকুর শৈশবকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে।
নিজেকে রক্ষা করতে গিয়ে পিকু বাধ্য হয় নিজের পরিচয় লুকাতে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল কাটার দৃশ্যটি কেবল সাজসজ্জা নয়, এটি একটি সমাজব্যবস্থার বিরুদ্ধে নীরব আর্তনাদ। নির্মাতা জানান, চলচ্চিত্রটি উচ্চস্বরে কথা বলে না; বরং আলো-ছায়া, নীরবতা ও দৃষ্টির মাধ্যমে প্রশ্ন তোলে-সহিংসতা কীভাবে প্রজন্মের পর প্রজন্মে ছায়ার মতো বয়ে চলে?
রুনা খানের নতুন রূপ ও নির্মাতার ভাষ্য নারীর প্রতি বৈষম্য ও নারীর অন্তর্নিহিত শক্তিকে উপজীব্য করেই এগিয়েছে সিনেমার গল্প। এ প্রসঙ্গে নির্মাতা আলী জুলফিকার জাহেদী বলেন, ‘এখানে আমরা নারীর শক্তি ও বুদ্ধিমত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এ জন্য আমার একজন শক্তিমান গুণী অভিনয়শিল্পীর প্রয়োজন ছিল। যে কারণে রুনা খানকে বেছে নিয়েছি। তার অভিনয় দক্ষতা ও পরিমিতিবোধে আমি দারুণভাবে প্রভাবিত।’
তিনি আরও জানান, প্রথমবারের মতো পুলিশের উর্দিতে রুনা খানের উপস্থিতি দর্শকদের চমকে দেবে।
সামনে আসছে ‘চলচ্চিত্র : দ্য সিনেমা’ স্বল্পদৈর্ঘ্য এই ছবির পাশাপাশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়েও ব্যস্ত নির্মাতা জাহেদী। রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে তিনি বানাচ্ছেন ‘চলচ্চিত্র : দ্য সিনেমা’। এই সিনেমাতেও চিত্রনায়িকার চরিত্রে দেখা যাবে রুনা খানকে। গত বছর সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যার শুটিং চলতি বছরই শুরু হবে বলে জানা গেছে।
আরআই/টিকে