দারুণ ছন্দে থেকে রেয়াল মাদ্রিদের মাঠে খেলতে যাচ্ছে রেয়াল বেতিস। সান্তিয়াগো বের্নাবেউয়ে কাজটা কঠিন হবে, মানছেন মানুয়েল পেল্লেগ্রিনি। তবে বেতিস কোচের বিশ্বাস, নিজেদের সেরাটা মেলে ধরতে পারবে তার দল।
বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৩ ম্যাচের মাত্র একটিতে হেরেছে বেতিস, লা লিগায় বার্সেলোনার বিপক্ষে। বাকি ১২ ম্যাচের ৯টিই তারা জিতেছে, ড্র তিনটি। গেল বছরের শেষ ম্যাচে গেতাফেকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা।
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেল্লেগ্রিনি শনিবার সংবাদ সম্মেলনে বললেন, বার্নাবেউয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার দল সব দিক থেকেই প্রস্তুত।
“দল দারুণ অবস্থায় ফিরে এসেছে, ছেলেরা খুব অনুপ্রাণিত এবং এই সপ্তাহে সব অনুশীলন সেশনে তারা কঠোর পরিশ্রম করেছে। যদিও ক্রিসমাস, নববর্ষ এবং থ্রি কিংস ডে’র মধ্যে সবসময় উৎসবমুখর পরিবেশ থাকে। তবে আমি মনে করি তারা ভালো ম্যাচ খেলার জন্য খুবই মনোযোগী, ঠিক যেমনটি আমরা গেতাফের বিপক্ষে সবশেষ ম্যাচে ছিলাম।”
“আমরা কঠিন স্টেডিয়ামে যাচ্ছি, একটি দুর্দান্ত দলের বিপক্ষে। তবে আমরা আত্মবিশ্বাসী যে, আমরা আমাদের খেলাটি খেলতে পারব।”
১৭ ম্যাচে সাতটি করে জয় ও ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে রিয়াল বেতিস। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ। তাদের সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে শিরোপাধারী বার্সেলোনা।
আরআই/টিকে