ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আইপিএল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বিসিবি।
শনিবার (৩ জানুয়ারি) রাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার (৪ জানুয়ারি) আইসিসি বরাবর পাঠানো চিঠিতে বিসিবি তিনটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইবে- ১. ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ দল কী ধরনের নিরাপত্তা পাবে এবং অন্য দলগুলোর তুলনায় বাড়তি কোনও নিরাপত্তার ব্যবস্থা থাকবে কি না? ২. ব্যক্তি মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারত সরকার পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে কতটা সক্ষম? ৩. ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশি সংবাদকর্মী, বিসিবি কর্মকর্তা ও সমর্থকদের জন্য ভারত ভ্রমণ কতটা নিরাপদ? সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। এসব প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে নতুন করে ভাবতে পারে বিসিবি।
একই সঙ্গে আইপিএলের প্রধান নির্বাহীকেও চিঠি দেবে বিসিবি। সেখানে মুস্তাফিজকে ঠিক কোন প্রেক্ষাপটে ‘অনিরাপদ’ মনে করা হয়েছে, তার ব্যাখ্যা চাইবে বোর্ড। এছাড়া বিসিবিকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে কেন বিষয়টি আগে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হবে। এই ধরনের আচরণ যে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য বিব্রতকর, তাও চিঠিতে উল্লেখ করা হবে।
টিজে/টিএ