মাসখানেক পরই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আইসিসির এই মেগা ইভেন্টের জন্য ইতোমধ্যে স্কোয়াড সাজিয়েছে প্রতিযোগী দেশগুলো। যদিও সেই স্কোয়াডে এখনও পরিবর্তনের সুযোগ আছে তাদের সামনে। বিশ্বকাপের জন্য নামিবিয়ার স্কোয়াড ঘোষণায় চমক দেখা গেছে। তাদের স্কোয়াডে অন্তত এমন পাঁচজন ক্রিকেটার আছেন যারা ন্যূনতম ১০টি আন্তর্জাতিক ম্যাচও খেলেননি।
নামিবিয়ার স্কোয়াডে তরুণ ও অনভিজ্ঞ ক্রিকেটারের আধিক্য রয়েছে। অবশ্য সেখানে পরিচিত নামও আছে-গেরহার্ড ইরাসমাস, জ্যান নিকোল লফটি-ইটন, জেন গ্রিন, বার্নার্ড শোল্টজ, জ্যান ফ্রাইলিঙ্ক, জেজে স্মিট, মালান ক্রুগার ও রুবেন ট্রাম্পেলম্যান। তাদের প্রত্যেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০-এর বেশি ম্যাচ খেলেছেন। নামিবিয়াকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ৩০ বছর বয়সী তারকা ইরাসমাস।
আফ্রিকান দেশটির ১৫ সদস্যের স্কোয়াডে থাকা সবচেয়ে অনভিজ্ঞ ক্রিকেটার ম্যাক্স হেইনো। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামিবিয়ার ঐতিহাসিক জয়ের ম্যাচে অভিষেক হয়েছিল তার। ৩২ রানে ২ উইকেট নেওয়া হেইনো আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ওই ম্যাচই খেলেছেন। এমনকি ২৫ বছর বয়সী অলরাউন্ডার উইলেম মাইবার্গ এখনও কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি, ওয়ানডে খেলেছেন কেবল একটি।
এ ছাড়া নামিবিয়ার স্কোয়াডে অছেন ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ২৮ বছর বয়সী টপঅর্ডার ব্যাটার লরেন স্টিনক্যাম্প, ৩টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলা ২২ বছর বয়সী মিডলঅর্ডার ব্যাটার জ্যান বাল্ট এবং ৫টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলা আরেক মিডলঅর্ডার ব্যাটার ডিলান লেইচার। এর বাইরে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে থাকা ২০ বছর বয়সী অলরাউন্ডার আলেক্সান্ডার বাসিং-ভলশেঙ্ক ৫টি টি-টোয়েন্টি খেলেছেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া গ্রুপপর্বে খেলবে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে আইসিসির এই মেগা ইভেন্ট।
নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন (উইকেটরক্ষক), বার্নার্ড শোল্টজ, রুবেন ট্রাম্পেলম্যান, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, লরেন স্টিনক্যাম্প, মালান ক্রুগার, জ্যান নিকোল লফটি-ইটন, জ্যাক ব্রাসেল, বেন শিকোঙ্গো, জ্যান বাল্ট, ডিলান লেইসার, উইলেম মাইবার্গ, ম্যাক হেইনো ও আলেক্সান্ডার বাসিং-ভলশেঙ্ক (ট্রাভেলিং রিজার্ভ)
আরআই/টিএ