এক যুগের প্রতীক্ষার পর অবশেষে পূর্ণ হল তথাগত মুখোপাধ্যায়ের স্বপ্ন। ২০১৪ সালে যে পরিকল্পনা করেছিলেন, অর্থাৎ সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে কাজ করার ইচ্ছা, ১২ বছর পর বাস্তবে রূপ নিল। এবার তথাগত অভিনেতা হিসেবে দেখা যাবে সৃজিতের নতুন ছবিতে, যেখানে পরিচালক নিজে থাকছেন পরিচালকের আসনে।
তথাগত জানিয়েছেন, ছবির নাম ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। লুক ঠিক হয়ে গেছে, তবে চরিত্রের বিস্তারিত এখনই প্রকাশ করতে নারাজ। তথাগত বলেন, “১২ বছর আগে সৃজিতদার ‘২২শে শ্রাবণ’ মুক্তি পেয়েছিল। তখন ভেবেছিলাম নিজের একটি ছবি বানাব, অভিনেতা হিসেবে সৃজিতদাকে চাই। দেবলীনা দত্তের মাধ্যমে আলাপ হয়েছিল, কথাবার্তাও হয়েছিল, কিন্তু নানা কারণে কাজ হয়নি। এবার অবশেষে একসঙ্গে কাজ করছি। এখানে আমি অভিনেতা, সৃজিতদা পরিচালক।”
নন্দী মুভিজ প্রযোজিত ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। এছাড়া সঙ্গীত পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন সৃজিত। টলিপাড়ায় ইতিমধ্যেই ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এক যুগের অপেক্ষার পর এই মিলন দর্শক ও সমালোচকদের জন্য তৈরি করছে নতুন উত্তেজনা।
আরপি/টিকে