বলিউডের বাদশা অমিতাভ বচ্চন দীর্ঘ ৫৫ বছরের অভিনয়জীবনে ২০০-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন। এত বছরের পরও তাঁর জীবনে একজন অবিচ্ছেদ্য সঙ্গী আছেন, যিনি অমিতাভের প্রতিটি শুটিংয়ে উপস্থিত থেকেছেন।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র শেষ দিনে তিনি সকলের সঙ্গে পরিচয় করালেন এই ব্যক্তির। প্রথমে মনে হয়েছিল, তিনি হয়তো স্ত্রী জয়া বচ্চনের কথা বলছেন, কিন্তু বাস্তবে এটি রূপটানশিল্পী দীপক সাবন্ত।
অমিতাভ বলেন, “এই ৫০ বছরে আমি ২০০’র বেশি ছবিতে কাজ করেছি। এমন এক দিনও হয়নি যে আমার সঙ্গে দীপক উপস্থিত না থাকে। পৃথিবীর যে প্রান্তে যখনই আমি শুটিং করেছি, তিনিও সময়মতো পৌঁছে গেছেন। তিন দিন আগে ওর দাদার মৃত্যু হয়েছিল, তবুও সে সময়মতো কাজে এসেছে। এটাকেই বলে একাগ্রতা।”
দীপকও অমিতাভের প্রশংসায় আপ্লুত। তিনি জানান, “স্যর আমাকে মাটিতে পা রেখে চলতে শিখিয়েছেন। এমন নম্র ও ভালো মানুষের সঙ্গে কাজ করতে পারা আমার জন্যও সৌভাগ্যের বিষয়।”
পিআর/টিকে