এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে আইনি ব্যবস্থার নির্দেশনা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর পর্যাপ্ত মজুদ রয়েছে এবং বাজারে কোনো প্রকৃত সংকট নেই। তবে কিছু অসাধু খুচরা বিক্রেতা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর অপচেষ্টা করছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ ধরনের অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রবিবার (৪ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি খুচরা পর্যায়ে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় পরিস্থিতি পর্যালোচনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ বিকালে জ্বালানি বিভাগের সচিবের সভাপতিত্বে এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন ও অপারেটরদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এলপিজিকে পরিবেশবান্ধব জ্বালানি (গ্রিন ফুয়েল) হিসেবে বিবেচনায় নিয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এলসি সহজীকরণ, আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট হ্রাসসহ কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আজই বাজারে সৃষ্ট কৃত্রিম সংকটের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবে। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার জন্য কেবিনেট বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এসব পদক্ষেপের ফলে খুব দ্রুত এলপিজি বাজার স্বাভাবিক হয়ে আসবে এবং ভোক্তারা স্বস্তি ফিরে পাবে বলে মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে। বৈঠকে আলোচনার ভিত্তিতে জানানো হয়, দেশে বর্তমানে এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে।

২০২৫ সালের নভেম্বর মাসে এলপিজি আমদানির পরিমাণ ছিল ১ লাখ ৫ হাজার টন, যা ডিসেম্বর ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার টনে। অর্থাৎ আমদানি বৃদ্ধির পরও বাজারে সরবরাহ সংকটের কোনো যৌক্তিক কারণ নেই। তবে বৈশ্বিক বাজারমূল্য বৃদ্ধি, জাহাজ সংকট এবং কিছু কার্গোর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আমদানি পর্যায়ে সাময়িক চাপ তৈরি হয়েছে বলে জানানো হয়। এ অবস্থার সুযোগ নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম বাড়াতে পারে, এমন পূর্বানুমানের ভিত্তিতে কিছু খুচরা বিক্রেতা কৃত্রিম সংকট তৈরি করেছে বলে বৈঠকে অভিযোগ ওঠে।

এবি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজ ও ডিকের সঙ্গে সালমান খানের জুটি? অ্যাকশন কমেডিতে বক্স অফিসের নতুন বাজি Jan 07, 2026
img
বিরতির পর আজ মাঠে ফিরছে নারী ফুটবল লিগ Jan 07, 2026
img
হাজার কোটি টাকার ৩টি ছবির অংশ সঞ্জয় দত্ত! Jan 07, 2026
img
সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ Jan 07, 2026
ভেনেজুয়েলার শ্বাসরুদ্ধকর অভিযানের তথ্য প্রকাশ করলো পেন্টাগন Jan 07, 2026
মাদুরোর পরিণতির মুখে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিলেন গুস্তাভো পেত্রো Jan 07, 2026
জামায়াত জোটে আসন কমতে পারে এনসিপির! Jan 07, 2026
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে যে হুঁশিয়ারী ব্রিটিশ প্রধানমন্ত্রীর Jan 07, 2026
জকসুর ভোট গণনা নিয়ে দুঃসংবাদ Jan 07, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 07, 2026
গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার Jan 07, 2026
জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ Jan 07, 2026
বহু অনুরোধেও স্বামীর ‘ধুরন্ধর’ ছবিতে জায়গা পেলেন না ইয়ামি গৌতম Jan 07, 2026
মিনিটে ১ কোটি পারিশ্রমিক! বলিউডে নতুন যে ইতিহাস করলেন তামান্না Jan 07, 2026
রাষ্ট্রীয় নিরাপত্তা দিলেও ভারতে খেলতে যাব না : আসিফ আকবর Jan 07, 2026
img
রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা Jan 07, 2026
img
কেরানীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার Jan 07, 2026
img
বড় চমক নিয়ে ফিরছেন সালমান খান! Jan 07, 2026
img
প্রথম জয়ের খোঁজে আজ ঢাকার বিপক্ষে মাঠে নামছে নোয়াখালী Jan 07, 2026
img
ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়িয়ে বিশ্বকাপ দলে মাল্লা Jan 07, 2026