জয়া আহসানের খ্যাতি এখন বিশ্বজুড়ে। টালিউড পেরিয়ে বলিউডও কাঁপিয়েছেন এই গুণী অভিনেত্রী। রয়েছে বলিউডের তারকাদের সঙ্গে ওঠাবসা। পারিবারিক সখ্যতাও রয়েছে কারও কারও সঙ্গে। জনপ্রিয় এই তারকা থাকতে পছন্দ করেন মাটির সঙ্গে। সময় পেলে ছুটে যান প্রকৃতির কাছে। কনকনে এই শীতের মাঝে অভিনেত্রী রান্না করলেন মাটির চুলাতে।
ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন জয়া আহসান। সেই ভিডিওতে তিনি বলছেন, ‘তিনি খুব বেশি রান্না করতে পারেন না। মাঝে মাঝে তিনি রান্না করেন পোষা প্রাণীদের জন্য।’
ভিডিওতে জয়া দেখালেন সবজি রান্না। অন্য আর একটি চুলায় রান্না হচ্ছে কম মশলায় মুরগীর মাংস। তাকে বলতে শোনা যাচ্ছে বাড়ির সব জায়গার মধ্যে রান্না ঘরটাই তার আরামের। তীব্র শীতে তিনি চুলার পাড়ে বসে দুধ চা খাচ্ছেন। দুপুরে গরুর মাংস রান্না হবে এটিও বলতে শোনা গেছে সেই ভিডিওতে।
এই মুহূর্তে অভিনেত্রী নিজ বাড়িতে নিজের মত করে ঘরোয়া জীবন কাটাচ্ছেন। তার এই ঘরোয়া লাইফস্টাইল, দৈনন্দিন খাওয়া-দাওয়া এবং পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত তুলে ধরলেন ভক্তদের মাঝে।
গত বছরটি জয়া আহসানের জন্য বেশ সফল একটি বছর ছিল। বাংলাদেশ ও ভারতে তার অভিনীত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিগুলো মুক্তি পায়।
পিএ/টিকে