বলিউডের ভাইজান সালমান খান বরাবরই নিজের শর্তে বাঁচেন এবং সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। কে কী বলল বা কী ভাবল, তা নিয়ে তিনি খুব একটা মাথা ঘামান না। এবার তিনি তাঁর ভক্তদের মানসিক শান্তি বজায় রাখার এক মোক্ষম মন্ত্র দিলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, অন্যের আচরণের ওপর ভিত্তি করে নিজের মেজাজ খারাপ করা আসলে বোকামি ছাড়া আর কিছু নয়।
সালমান খান বলেন, "যদি অন্যের জন্য নিজের মুড খারাপ করেন, তাহলে আপনি সবথেকে বোকা।"
তাঁর মতে, নিজের আবেগের চাবিকাঠি কখনোই অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয়। কেউ খারাপ ব্যবহার করল আর আপনি সেটা নিয়ে ভেবে নিজের দিন নষ্ট করলেন, এতে ক্ষতিটা আপনারই। অন্যের কথায় কান না দিয়ে বা অন্যের আচরণে প্রভাবিত না হয়ে নিজেকে ভালো রাখার এই 'দাবাং' মানসিকতাই যে জীবনে সুখী থাকার আসল উপায়, সেটাই তিনি বুঝিয়ে দিলেন।
এমআর/টিএ