দুজনের সম্পর্কটা ২০ বছরের। সম্প্রতি দুজনের দেখা হয়েছে আবার। কথা হয়েছে অনেকটা সময়। সাকিব আল হাসানের মনে লালন করা ইচ্ছের কথাও জানতে পেরেছেন মইন আলি। বন্ধুর সেই আকাঙ্ক্ষাকে নিজের চাওয়াও বানিয়ে নিয়েছেন তিনি। বিপিএল খেলতে আসা ইংলিশ অলরাউন্ডার বললেন, দেশের মাঠে খেলেই সাকিবের ক্যারিয়ারের শেষ দেখতে চান তিনি।
সিলেট টাইটান্সের হয়ে এবার বিপিএল খেলতে এসেছেন মইন। এখানে আসার আগে খেলেছেন তিনি আইএল টি-টোয়েন্টিতে। সংযুক্ত আরব আমিরাতের সেই আসরে খেলেছেন সাকিবও। তবে দুজন ছিলেন ভিন্ন দলে। আলোচিত কথোপকথনটুকু সপ্তাহ চারেক আগে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টের একটি পর্বে। সেখানেই দুজনের আড্ডা হয়েছে লম্বা সময়।
ওই পর্বটি বেশ আলোচিত হয়েছিল বাংলাদেশেও। বিপিএল খেলতে এসে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে সেই পডকাস্টের অভিজ্ঞতা জানালেন মইন।
‘সত্যি বলতে, সাকিব ছিল দুর্দান্ত। খুবই উন্মুক্ত ও রিল্যাক্সড ছিল। যা কিছু বলতে চেয়েছে, খোলা মনে বলেছে, সব কিছু। শো সঞ্চালনা করে যে ছেলেটি, নাভিদ, তার স্ত্রীও বাংলাদেশি। সে সাকিবকে জিজ্ঞেস করেছিল, ‘এমন কিছু কি আছে, যা নিয়ে কথা বলতে চান না?’ সাকিব বলেছিল, “যে কোনো কিছু নিয়ে কথা বলব, সবকিছু নিয়ে।” আশা করি, এই পডকাস্টের দ্বিতীয় অংশ হয়তো আসবে ইনশাল্লাহ।’
‘সে দুর্দান্ত ছিল। অনেক দিন পর তার সঙ্গে কিছুটা সময় কাটাতে পারাও চমৎকার ছিল। কানাডায়ও কিছুটা সময় কাটাতে পেরেছিলাম তার সঙ্গে, সে ওই লিগ খেলছিল। পরে ক্যারিবিয়ান লিগও (সিপিএল)। আমার মতোই খেলে চলেছে সে।’
অবসর নিয়ে সাকিবের চাওয়ার সঙ্গে নিজের চাওয়া মিলিয়ে নেন তিনি এরপরই।
‘সত্যি বলতে, আমি চাই সে বাংলাদেশে ফিরুক ও এখানে খেলুক। যেখানে সে ক্যারিয়ার শেষ করতে চায়, সেখানেই শেষ করুক।’
যে পরিস্থিতির কারণে সাকিব দেশে ফিরতে পারছেন না, সেটি জানেন বলেও দাবি করলেন মইন।
‘হ্যাঁ অবশ্যই (ধারণা আছে) এবং তা খুবই দুর্ভাগ্যজনক। দেখুন, তার পরিস্থিতি খুবই কঠিন, কারণ সে এমন কিছু বলেছে, যা পাগলাটে…।’
‘সাকিবের একটি ব্যাপার হলো, সে দারুণ এক ছেলে। অবশ্যই বিশেষ এক প্রতিভা। হ্যাঁ, তার আরেকটি দিকও আছে, যেখানে সে স্টাম্পে লাথি মারে এবং এসব অনেক কিছু করে। তবে সব মিলিয়ে সে ভালো ছেলে। টপ গাই।’
সাকিবের সঙ্গে তার পরিচয় সেই অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলার সময় থেকেই। তখন তামিম ইকবালের সঙ্গেও পরিচয় হয়েছিল তার এবং দুজনের সঙ্গে সেই সখ্য রয়ে গেছে এখনও। ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বললেন, বাংলাদেশ ক্রিকেটের দুই বড় তারকা তার জীবনেও বিশেষ জায়গা নিয়ে আছে।
‘সে (সাকিব) এমন একজন… এবং তামিমও, ওদেরকে যখন দেখি, বিশেষ সম্পর্ক অনুভব করি। কারণ ওদেরকে দীর্ঘদিন ধরে চিনি। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে যখন খেলেছি(২০১০-১১), দুজনের সঙ্গেই খেলেছি তখন। দুজনই আমার দেখভাল করেছে আন্তরিকভাবে। আমি তখনও ইংল্যান্ডের হয়ে খেলিনি, ওরাও তখন মহাতারকা নয়, সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার ছিল। আমার সঙ্গে দুজনই ছিল দারুণ।’
‘যেভাবে ওরা আমার খেয়াল রেখেছে, দুজনের জন্যই আমার হৃদয়ে বিশেষ জায়গা আছে এবং সবসময়ই ওদের সঙ্গে আমার যোগাযোগটা ছিল। সাকিব কাউন্টি ক্রিকেটে খেলেছে আমার সঙ্গে। তামিমের বিপক্ষে খেলেছি সেখানে। আন্তর্জাতিক ক্রিকেটেও টেস্ট-ওয়ানডেতে ওদের বিপক্ষে খেলেছি।’
মইন জানালেন, তার পডকাস্টের একটি পর্বে তিনি তামিমকেও পেতে চান।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
আরআই/এসএন