সাত সকালের শান্ত উত্তর কলকাতা হঠাৎই যেন বদলে গেল এক অন্য রকম দৃশ্যে। সুকিয়া স্ট্রিটের ঐতিহ্যবাহী শ্রীমানি বাড়িতে ঢুকে পড়ল পুলিশের স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ। চারপাশে কড়া নজরদারি, দালানে দালানে তৎপর গোয়েন্দারা। প্রথম দেখায় মনে হতে পারে বাস্তব কোনও অপরাধের তদন্ত চলছে। কিন্তু আসলে সেখানে ক্যামেরার সামনে নতুন রহস্য বুনছেন পরিচালক রাজ চক্রবর্তী।
চলছে তাঁর নতুন সিরিজ ‘আবার প্রলয় ২’-এর শুটিং। বনেদি বাড়ির অন্দরমহলে দাপিয়ে বেড়াচ্ছেন গোয়েন্দা অফিসার অনিমেষ দত্ত, চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ পার্থ ভৌমিক, খরাজ মুখোপাধ্যায়, রোহন ভট্টাচার্য ও সৌরসেনী মৈত্র। পুলিশি লুক ফুটিয়ে তুলতে সবার চুলে স্ক্রু কাট, বাড়তি ওজন ঝরিয়ে ছিপছিপে চেহারা। শীতের সকালে মোটা জ্যাকেট আর পুলওভারে ঢাকা দলটি একের পর এক দৃশ্যে অংশ নিল।
সিরিজের গল্প অনুযায়ী, একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেওয়া কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজে হাজির হয়েছে স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ। অভিযোগ, ওই যুবকেরা অপরাধজগতের সঙ্গে যুক্ত। বাড়ির মালিকের চরিত্রে অভিনয় করছেন বলরাম পাণ্ডে, তাঁর সহকারীর ভূমিকায় রিমিল সেন। শুধু শ্রীমানি বাড়ির অন্দরেই নয়, শুটিং হয়েছে সুকিয়া স্ট্রিট বাজারেও। উপরের তলায় খানাতল্লাশির দৃশ্যের জন্য একাধিকবার মহড়া দেন অভিনেতারা।
পরিচালক জানিয়েছেন, শুটিং চলবে রাত পর্যন্ত। এর আগেও বানতলা, ব্যারাকপুর-সহ শহরের নানা প্রান্তে এই সিরিজের দৃশ্যধারণ হয়েছে। গত নভেম্বর থেকেই শুরু হয়েছে শুটিং। আগের পর্বের মতো এবারও থাকছেন সায়নী ঘোষ ও পরান বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, সুন্দরবনকেন্দ্রিক নারীপাচার চক্রের গল্পের বিস্তৃত রূপই এবার আরও গভীরভাবে তুলে ধরতে চলেছেন রাজ চক্রবর্তী। ক্যামেরার দায়িত্বে মানস গঙ্গোপাধ্যায়, প্রযোজনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এমকে/এসএন