লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই দীর্ঘদিনের। ২০২২ বিশ্বকাপে শিরোপা জেতার মাধ্যমে নিজেকে একধাপ এগিয়ে রেখেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এরপর থেকে রোনালদোর হাতে বিশ্বকাপের শিরোপা দেখছে চাইছেন সিআর সেভেন ভক্তরা। কিন্তু পর্তুগিজ সুপারস্টার জানালেন, বিশ্বকাপই তার চূড়ান্ত স্বপ্ন নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, একটি টুর্নামেন্টের ট্রফিই পুরো ক্যারিয়ারের মানদণ্ড নির্ধারণ করতে পারে না। ছয় কিংবা সাত ম্যাচের প্রতিযোগিতা দিয়ে ইতিহাস বিচার করা কখনই ঠিক না।
রোনালদো বলেন, ‘‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ‘ক্রিস্টিয়ানো, বিশ্বকাপ জেতা কি আপনার স্বপ্ন?’ তাহলে আমি বলবো, না। এটা আমার স্বপ্ন নয়। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেই কেবল আমার নাম ফুটবল ইতিহাস থেকে আলাদা হবে, আমি এমনটা মনে করছি না। আপনি কি মনে করেন, একটি টুর্নামেন্টের মাধ্যমে কোনো ফুটবলারের পুরো ক্যারিয়ার বিবেচনা করা উচিত।’’
বয়সটা ৪০ বছর ছাড়িয়ে গেছে রোনালদোর। এখনও অবসরের কথা ভাবছেন না তিনি। বরং ১০০০ গোলের লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। সেই লক্ষ্য থেকে মাত্র ৪২টি গোল দূরে অবস্থান আল নাসরের এই ফুটবল তারকার। ইনজুরিতে না পড়লে ২০২৬ সালের সেপ্টেম্বরেই নিজের লক্ষ্যে পৌঁছাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রোনালদো।
এর আগে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে রোনালদো জানিয়েছিলেন, আরও শিরোপা জিততে চান তিনি। একই সঙ্গে সবাই যে সংখ্যার কথা জানেন, সেটিতেও পৌঁছাতে চান ৪০ বছর বয়সী এই ফুটবলার।
এই মুহূর্তে সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে প্রতিনিধিত্ব করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগ শিরোপার দিকেই নজর রয়েছে তার। পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে রোনালদোর দল আল নাসর। টেবিলের শীর্ষে থাকা আল হিলালের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছে আল নাসর।
আরআই/টিএ