ছোটপর্দায় দীর্ঘ বিরতির পর ফিরেই নতুন করে আলোচনার কেন্দ্রে সৌরভ চক্রবর্তী। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে দীপ চরিত্রে তাঁর প্রত্যাবর্তন শুধু পর্দাতেই নয়, দর্শকমহলেও তৈরি করেছে আলাদা উত্তেজনা। নতুন বছরের শুরুতেই ধারাবাহিকটি জায়গা করে নিয়েছে দর্শকসংখ্যার শীর্ষ তালিকার প্রথম পাঁচে। আর তাতেই যেন আরও জোরালো হয়েছে দীপ আর ঝাঁপির রসায়ন নিয়ে আলোচনা।
পর্দায় ঝাঁপির সঙ্গে দীপের সম্পর্ক যতটা স্বাভাবিক আর বিশ্বাসযোগ্য, বাস্তব জীবনেও কি ততটাই কাছাকাছি সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দর থেকে দর্শক মহল পর্যন্ত। বহু ক্ষেত্রেই পর্দার রসায়ন বাস্তব সম্পর্ক বলে ধরে নেন দর্শকরা। সৌরভ অবশ্য এই গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন সংযত ভাষায়। তাঁর কথায়, দর্শকের এই ভাবনাই প্রমাণ করে পর্দার সমীকরণ ঠিকঠাক জায়গায় পৌঁছেছে। তবে বাস্তব জীবনের সঙ্গে তার সরাসরি যোগ নেই।
ধারাবাহিকের সাফল্য নিয়ে সৌরভের দৃষ্টিভঙ্গিও বেশ স্পষ্ট। টিআরপি নিয়ে উদাসীনতার ভান নয়, বরং দায়িত্ববোধ থেকেই ভাবনা। তাঁর মতে, একটি ধারাবাহিকের সঙ্গে বহু মানুষের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। নম্বর ভালো না হলে সেই গল্প কতদিন চলবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ থাকে। অনেক দিন পর ছোটপর্দায় ফিরে দর্শকের প্রত্যাশার চাপও ছিল, তা অকপটে স্বীকার করেছেন অভিনেতা।
সব মিলিয়ে, ‘লক্ষ্মী ঝাঁপি’ শুধু গল্পের জন্য নয়, দীপ আর ঝাঁপির রসায়ন ঘিরেও দর্শকের কৌতূহল ক্রমশ বাড়ছে। বাস্তব আর পর্দার সমীকরণ নিয়ে প্রশ্ন থাকলেও, সৌরভের কথায় স্পষ্ট শক্তিশালী টিমওয়ার্ক আর বিশ্বাসযোগ্য অভিনয়ই এই সাফল্যের আসল চাবিকাঠি।
আরপি/টিকে