টেলিভিশনের প্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এবার নতুন সিজনে ফিরেছে, আর সঙ্গে ফিরেছে একঝাঁক তারকা। চতুর্থ সিজনের শুরু হয়েছে ২০ ডিসেম্বর থেকে, যেখানে কপিল শর্মা ছাড়াও রয়েছেন সুনীল গ্রোভার, অর্চনা পূরণ সিংহ, নভজ্যোৎ সিংহ সিধু, কৃষ্ণ অভিষেক, কিকু শারদা, রাজীব ঠাকুর প্রমুখ।
এবারও কপিল শর্মা বাকিদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি পারিশ্রমিক পাচ্ছেন। সূত্রের খবর, চলতি সিজনে তাঁর পারিশ্রমিক প্রায় পাঁচ কোটি টাকা। সুনীল গ্রোভার ‘ডায়মন্ড রাজা’ এবং ‘ডফলি’র চরিত্রে ফিরে এসেছেন, প্রতি পর্বে ২৫ লক্ষ টাকা আয় করছেন তিনি। অর্চনা পূরণ সিংহ ২০১৯ সাল থেকে শোয়ের অংশ, প্রতি পর্বে তিনি পাচ্ছেন ১০ লক্ষ টাকা। নভজ্যোৎ সিংহ সিধু ছ’বছর পর শোয়ে ফিরে পর্বপিছু ৩০ থেকে ৪০ লক্ষ টাকা আয় করছেন। অন্যদিকে কৃষ্ণ অভিষেক এবং রাজীব ঠাকুর যথাক্রমে ১০ লক্ষ ও সাত লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন।
২০১৯ সালে পুলওয়ামা হামলা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে শো থেকে সরানো হয় নভজ্যোৎকে। সেই শূন্যস্থান পূরণ করেন অর্চনা। এবারের সিজনের পর্ব সংখ্যা ঠিক আগের মতো বিজোড় থাকবে। টিভি থেকে ওটিটিতে রূপান্তরিত এই শো, সমালোচনা কুড়ালেও দর্শকের সাড়া ধরে রেখেছে। কপিল শর্মা নিজেও মনে করেন, এই সিজনের মাধ্যমে তিনি দর্শকের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ করতে পারছেন এবং তার শো আবারও আলোচনায়।
বিনোদনের এই মঞ্চে পারিশ্রমিকের দিক থেকে কপিলের আধিপত্য স্পষ্ট, আর সহকর্মীদের পারিশ্রমিকও দর্শকদের কৌতূহল বাড়াচ্ছে। চতুর্থ সিজনে দর্শকরা পেলেন পুরনো প্রিয় চরিত্রের সঙ্গে নতুন আনন্দময় উপস্থাপনা, যা এ বছরের বিনোদন পর্দায় রং তুলেছে।
আরপি/টিকে