ইএসপিএন ক্রিকইনফোর মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা উদ্বেগ ও ভেন্যু পরিবর্তনের অনুরোধকে গুরুত্ব দিচ্ছে না। সংবাদে বলা হয়, যদি বাংলাদেশ ভারতে খেলতে না যায়, তাহলে তাদের ছাড়া বিশ্বকাপ আয়োজন করা হবে এবং বাংলাদেশ দলের পয়েন্ট কাটা যেতে পারে।
বুধবার (৭ জানুয়ারি) বিসিবি এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বিসিবি জানিয়েছে, আইসিসি তাদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে এবং আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে।
বিসিবির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ এবং নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিসিবির উদ্বেগগুলো সমাধানে তারা বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। ইভেন্টের নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামত গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।
বিসিবিকে রাজি করাতে বিসিসিআইয়ের নতুন প্রস্তাব
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মিডিয়ায় যে ধরনের ভিত্তিহীন দাবি প্রকাশিত হয়েছে যে বিসিবি কোনো আল্টিমেটাম দিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং আইসিসি থেকে প্রাপ্ত যোগাযোগের প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নজিরবিহীন প্রস্তাব নিয়ে বিসিবির দ্বারস্থ ভারত
বিসিবি জানিয়েছে, তারা আইসিসি ও আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যাবে, যাতে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মসৃণ ও সফল অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
সুতরাং, বিশ্বকাপ ভেন্যু ও নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগ ছিল, তা আলোচনার মাধ্যমে সমাধানের পথে রয়েছে এবং বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে কোনো বাধা থাকছে না বলে বোর্ডের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
এসকে/টিএ