মুখের যত্নে আমরা যতটা সচেতন, হাতের ত্বকের বেলায় ঠিক ততটাই উদাসীন হয়ে পড়ি। অথচ সারাদিনের কাজকর্মে সবচেয়ে বেশি ধকল যায় এই হাতের ওপরই। ধুলো-ময়লা, বারবার ধোয়া, ঠান্ডা-গরমের প্রভাব সব মিলিয়ে হাতের ত্বক দ্রুত শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে। সময়ের সঙ্গে সেই রুক্ষতায় যোগ হয় মলিনতা আর দাগছোপ। তবে একটু যত্ন আর কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করলেই হাতের ত্বক ফিরে পেতে পারে তার হারানো কোমলতা ও উজ্জ্বলতা।
রান্নাঘরের পরিচিত উপাদান লেবু ও মধু হাতের ত্বকের জন্য দারুণ কার্যকর। লেবু শুষ্ক ও কুঁচকে যাওয়া ত্বককে নরম করে, আর মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। লেবুর রস, মধু ও অল্প পরিমাণ বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে হাতে লাগালে ত্বক ধীরে ধীরে মসৃণ হয়ে ওঠে। নিয়মিত ব্যবহারে হাতের কালচে ভাবও অনেকটাই কমে আসে। শুধু হাত নয়, কনুই, হাঁটু কিংবা পায়ের গোড়ালির দাগ দূর করতেও লেবুর সঙ্গে চালের গুড়ো ব্যবহার করা যেতে পারে।
খসখসে হাতের জন্য দই ও বেসনের মিশ্রণ বহুদিনের পরীক্ষিত উপায়। দই ত্বককে ভেতর থেকে মোলায়েম করে, আর বেসন ত্বকের মৃত কোষ দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এই দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে হাতে লাগালে অল্প সময়েই পরিবর্তন চোখে পড়ার মতো হয়।
ত্বক সতেজ রাখতে টমেটোর জুড়ি মেলা ভার। তবে একা টমেটো ব্যবহার করলে ফল পুরোপুরি মেলে না। লেবুর রস ও সামান্য গ্লিসারিনের সঙ্গে টমেটো মিশিয়ে ব্যবহার করলে হাতের ত্বক পায় বাড়তি যত্ন। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে শুষ্কতা কমে, ত্বক হয় নরম ও প্রাণবন্ত।
হাতের ত্বকের যত্ন কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজন। অল্প সময় আর সহজ উপায়ে নিয়মিত যত্ন নিলে হাতও হতে পারে ঠিক মুখের মতোই কোমল ও উজ্জ্বল। নিজের হাতের দিকে একটু নজর দিলেই বদলে যেতে পারে এর সৌন্দর্য।
এমকে/এসএন