যুক্তরাষ্ট্রে মার্কিন অভিবাসন কর্মকর্তার হামলায় প্রাণ গেল নারীর

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বুধবার এক অভিবাসন কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে ফেডারেল ও স্থানীয় প্রশাসনের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, নিহত নারী রেনি নিকোল গুড একজন ‘সহিংস দাঙ্গাকারী’ ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এর এজেন্টদের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করলে এক এজেন্ট আত্মরক্ষার্থে তার গাড়ির দিকে গুলি ছোড়েন।

তবে এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন মিনিয়াপোলিস শহর ও মিনেসোটা অঙ্গরাজ্যের নেতারা, পাশাপাশি জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাট নেতারাও। তাদের মতে, ঘটনাটি ফেডারেল কর্তৃপক্ষের বর্ণনার সঙ্গে মেলে না।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, ‘এটি ছিল ক্ষমতার বেপরোয়া ব্যবহার, যার ফলে একজন মানুষের মৃত্যু হয়েছে।’ তিনি আইসিই এজেন্টদের উদ্দেশে বলেন, ‘আমাদের শহর ছেড়ে যান।

এই ঘটনার সঠিক প্রেক্ষাপট ও দায়িত্ব নির্ধারণ নিয়ে তদন্ত চলমান রয়েছে।

মিনেসোটা রাজ্যের গভর্নর টিম ওয়ালজও এই ঘটনার বিষয়ে ফেডারেল সরকারের বক্তব্যের সঙ্গে একমত নন। গুলি চালানোর ঘটনা নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি পোস্টের জবাবে তিনি লেখেন, ‘এই প্রচারণামূলক কথাবার্তায় বিশ্বাস করবেন না। জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাজ্য সরকার পুরো বিষয়টি সঠিক, নিরপেক্ষ ও দ্রুতভাবে তদন্ত করবে।

প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিসের মতো শীর্ষ ডেমোক্র্যাটরাও বুধবার সন্ধ্যায় বিবৃতি প্রকাশ করেছেন। হ্যারিস ট্রাম্প প্রশাসনের ঘটনাগুলিকে ‘গ্যাসলাইটিং’ বলে অভিহিত করেছেন। মিনিয়াপোলিসের ক্ষুব্ধ বাসিন্দারা গুলি চালানোর নিন্দা জানিয়ে আইসিইকে চলে যাওয়ার আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে শহরের বেশ কয়েকটি অংশে বিক্ষোভ শুরু হয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গুলি চালানোর ঘটনাস্থলের কাছেই মূল সমাবেশটি হয়েছিল।

সেখানে তুষারের ওপর ফুল ও মোমবাতি রেখে একটি অস্থায়ী স্মরণসভা করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন এবং বক্তব্য রাখেন। মিনিয়াপোলিস স্টার-ট্রিবিউনের খবর অনুযায়ী, একদল বিক্ষোভকারী একটি ফেডারেল আদালতের প্রবেশপথ ঘিরে দাঁড়িয়ে পথ আটকে দেন। ওই সময় আইসিই কর্মকর্তারা আদালতের ভেতরে ছিলেন। প্রায় ৫০ জন বিক্ষোভকারী গুডের নামে স্লোগান দিতে থাকেন এবং পরে কাচের জানালা ভেঙে তারা ছত্রভঙ্গ হয়ে যান। মিনিয়াপোলিসের বাইরেও বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। নিউ অরলিন্স, মায়ামি, সিয়াটল ও নিউ ইয়র্ক সিটিতেও সমাবেশ হতে পারে।

মিনিয়াপলিসে আইসিই কেন?

ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিনিয়াপোলিস এলাকায় আরো প্রায় ২ হাজার ফেডারেল এজেন্ট পাঠিয়েছে বলে সিবিএস নিউজকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্ররা। বুধবার এক সংবাদ সম্মেলনে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, আইসিই শহরকে নিরাপদ করছে না। তিনি বলেন, ‘তারা পরিবার ভেঙে দিচ্ছে এবং আমাদের রাস্তায় অস্থিরতা তৈরি করছে।’

রবিবার থেকে শুরু হওয়া এই মোতায়েন সাম্প্রতিক বছরগুলোতে কোনো এক মার্কিন শহরে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের সবচেয়ে বড় উপস্থিতিগুলোর একটি। এর আগে, ২০২৫ সালের শেষের দিকে আইসিই মিনিয়াপোলিসে একটি অভিবাসন অভিযান শুরু করে। এতে যাদের বিরুদ্ধে নির্বাসনের আদেশ ছিল, তাদের লক্ষ্য করা হয়। এদের মধ্যে শহরের সোমালি সম্প্রদায়ের সদস্যরাও ছিলেন।

ট্রাম্প প্রায়ই এই সম্প্রদায়ের সমালোচনা করেছেন। তিনি একাধিকবার তাদের আবর্জনা বলে মন্তব্য করেন। এক বক্তব্যে তিনি বলেন, ‘আমি তাদের আমাদের দেশে চাই না। সত্যি কথা বলছি। তাদের দেশ কোনোভাবেই ভালো নয়, দেশটা নোংরা।’

একজন রক্ষণশীল ইউটিউবার সোমালি অভিবাসীদের পরিচালিত ডে-কেয়ার সেন্টারগুলোর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলার পর ট্রাম্প তার অবস্থান আরও কঠোর করেন। ডিসেম্বরে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘যেখান থেকে এসেছে, সেখানেই ফেরত পাঠাও।’ এর প্রতিবাদ হিসেবে তিনি মিনেসোটা রাজ্যের জন্য ফেডারেল শিশু যত্ন তহবিলও আটকে দেন। ট্রাম্প প্রশাসন একই ধরনের অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও আইসিই এজেন্ট পাঠিয়েছে।

সূত্র : বিবিসি

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অনুষ্কার অনুপস্থিতিতে পর্নস্টারের সঙ্গে ঘুরছেন কোহলি? ছবি ভাইরাল Jan 10, 2026
img
চাঁদাবাজ দুর্নীতিবাজ ঋণখেলাপিদের বিতাড়িত করা হবে: হাসনাত Jan 10, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আ. লীগ-যুবশক্তি-বিজেপির ৩ শতাধিক নেতাকর্মী Jan 10, 2026
img
বাবার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন জোনায়েদ সাকি Jan 10, 2026
img
কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার Jan 10, 2026
img
মাহফিলের টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবদল কর্মীর Jan 10, 2026
img
নোয়াখালীতে বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত ১৫ Jan 10, 2026
img
কুয়েতে বাংলাদেশিসহ তিন প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড Jan 10, 2026
img
বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানো নিয়ে তুমুল সংঘর্ষ Jan 10, 2026
img
ইরানে বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগের ইঙ্গিত ইসলামিক বিপ্লবী গার্ডের Jan 10, 2026
img
বিএনপির আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলের আবেদন জামায়াত প্রার্থীর Jan 10, 2026
img
পিএসএলে যুক্ত হচ্ছে হায়দরাবাদ! Jan 10, 2026
img
বিসিবি মঙ্গলগ্রহে পাঠালে সেখানে গিয়েও খেলবে বাংলাদেশ! Jan 10, 2026
img
ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০ Jan 10, 2026
img
নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত Jan 09, 2026
img
তারেক রহমানের সঙ্গে তিন দেশের হাইকমিশনারের সাক্ষাৎ Jan 09, 2026
img
বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক : আমানউল্লাহ আমান Jan 09, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে ভারত সরকারের মন্তব্য Jan 09, 2026
img
ভেনেজুয়েলার তেল কেনায় মার্কিন অনুমতি পেতে আলোচনায় ভারতীয় কম্পানি Jan 09, 2026
img
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চিকিৎসকের Jan 09, 2026