বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ডায়েট ও শরীরচর্চা নিয়ে খুবই সচেতন। এমনকি রূপচর্চার বিষয়েও তিনি বড়ই খুঁতখুঁতে। একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা ত্বক ভালো রাখতে সারা বছর তিনি গ্লিসারিন ব্যবহার করে থাকেন।
সারা বছর গ্লিসারিন ব্যবহার করে তিনি ত্বক ভালো রেখেছেন। কিভাবে ব্যবহার করলে লাভ হবে সে কথাও খোলাসা করেছেন অভিনেত্রী। গ্লিসারিনের গুণ অনেক। তবে সহজলভ্য বলে তেমন গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু গ্লিসারিনকে নানাভাবে ব্যবহার করা যায়। এটি অ্যান্টিসেপটিক। ত্বক আর্দ্র রাখে।
শীতের শুষ্ক আবহাওয়া, বাতাসে জলীয় বাষ্পের ঘাটতি নাজেহাল করে তোলে ত্বককে। রুক্ষ ও নির্জীব ত্বকে তাই বাড়তি যত্নের প্রয়োজন পড়ে শীতে। এ ক্ষেত্রে ভরসা হতে পারে প্রাকৃতিক উপাদান গ্লিসারিন। এর প্রভাবে আপনার ত্বকের সমস্যাগুলো কমাতে সাহায্য করে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। বর্ণহীন ও গন্ধহীন এই তরল আদতে উদ্ভিদ থেকে মেলে। গ্লিসারিনের প্রভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই কমতে পারে ত্বকের নানা সমস্যা।
শীত এলে বিভিন্ন প্রসাধনী সংস্থা নিজস্ব ব্যানারে গ্লিসারিন মিশ্রিত নানা প্রসাধনীই বাজারজাত করে থাকেন। তবে সেখানেও রাসায়নিকের ভয় থাকে। তাই ত্বকের যত্ন নিতেই এসব রাসায়নিকবিহীন খাঁটি গ্লিসারিন ব্যবহার করুন।
এ বিষয়ে কৃতি শ্যাননের রূপচর্চাশিল্পী শর্মিলা সিং ফ্লোরার মতে, মুখে জমে থাকা তেল, ধুলা-ময়লা দূর করতে বাড়ি ফিরে গ্লিসারিন ব্যবহার করে ধুয়ে নিন মুখ। গভীরভাবে ত্বক পরিষ্কার করার ক্ষমতা আছে গ্লিসারিনের।
তিনি বলেন, ত্বক থেকে পানিকে সহজে সরে যেতে দেয় না গ্লিসারিন। ত্বকের কোষে পানি ধরে রেখে ত্বককে আর্দ্র রাখে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই বিভিন্ন ধরনের ত্বকের ক্ষেত্রেই এটি বিশেষ কার্যকর। তবে ত্বকের ছোটখাটো সমস্যা, ফুসকুড়ি বা জ্বালাভাব কমাতে গ্লিসারিন কাজে আসে।
অভিনেত্রী কৃতি রোজ গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে মুখে মাখেন। শীতে গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে প্রতি রাতে ঘুমানোর আগে টোনিং করুন ত্বক। এতে আপনার ত্বক তো ফাটবেই না, বরং শীতেও থাকবে নরম ও উজ্জ্বল।
এমকে/এসএন