ফেসবুকে ভিডিও বার্তায় এসে অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের প্রেমজীবনের কথা তুলে ধরেন। সেখানে তিনি বলেছিলেন, ‘সম্পর্কটা খুব অল্প সময়ের ছিল। কিন্তু শেষ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল সব কিছু ভেঙে পড়ছে।
এমনো হয়েছে মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।’
এটার পর গতকাল আরেক ভিডিওবার্তায় বললেন, ‘দুঃখিত, আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।’
তবে এটা নিছকই মজা করেই ভিডিও বানিয়েছেন বলে দেশের একটি গণমাধ্যমকে জানালেন ফারহান আহমেদ জোভান।
জোভান দেশের একটি গণমাধ্যমকে বললেন, ‘আমি ও আমার ওয়াইফ মজা করে একটা ভিডিও বানিয়েছি। পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন ইটস মেড ফর ফান। আমার ওয়াইফ পাশে বসা, ও আর আমি দুজন মিলে হাসতেছি।
এটা আসলে কোনো কারণে করি নাই। ক্ষমা চাওয়া মানে, দুষ্টামি করে করছি আমরা। পুরো ভিডিওটি দেখলেই বুঝবেন।’
এদিকে, সবচেয়ে কম সময়ে কোটি ভিউয়ের রেকর্ড গড়েছেন এই অভিনেতা। সে হিসেবে নিজেই নিজের রেকর্ড ভাঙছেন।
জোভানের একটি নাটক খুব সময়ে কোটি ভিউ-এর রেকর্ড অতিক্রম করেছে। এ বিষয়ে অনুভূতিটা কেমন?
জোভান দেশের একটি গণমাধ্যমকে বললেন, ‘ফিলিংস সটা খুব ভালো। এটা অনেক বড় সাফল্য, আমি তো আসলে চাই দর্শকদের নিকট থেকে এমন রেসপন্স আসুক। এটা মজার একটা ক্যাপশন লিখেছি। এ বছর আমার তিনটা কাজ এসেছে, তিনটাই ভালো। একটা রেকর্ড আরেকটা ভাঙছে। আরেকটা খুব ভালো কাজ ছিল, সেটা হচ্ছে তোমাদের গল্প। ওটাও খুব ভালো রেসপন্স পেয়েছিল। কাজ করার সময়য় তো বোঝা যায় না কোনটা সফল হবে, তবে সফল হলে ভালো অনুভূতি কাজ করে।’
নতুন বছরে অভিনয় নিয়ে নতুন কোনো পরিকল্পকনা নেই জোভানের। এগিয়ে যাবেন আগের মতো, যেমনটা ক্যারিয়ারে বরাবর নিয়ম করে চলেছেন। এ বিষয়ে জোভান বললেন, ‘নতুন বছরে আলাদা করে কোনো স্ট্র্যাটেজি মেইনটেন করতেছি না। যেটা সবসময় করি, গল্পকে প্রাধান্য দেই। গল্পের ওপর কাজ করার চেষ্টা করছি।’
আরপি/টিকে