প্রায় এক দশক ধরে একসঙ্গে থাকার পর গত বছরের ১০ আগস্ট প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছরই তাদের বহুল আলোচিত বিয়ের আয়োজন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে জানা গেছে, এই তারকা দম্পতি তাদের বিলাসবহুল সম্পত্তির তালিকায় নতুন এক রাজকীয় প্রাসাদ যুক্ত করেছেন।
প্রায় ২৫ মিলিয়ন ইউরো মূল্যের নতুন এই প্রাসাদটি এখন বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত।
পর্তুগালের কাসকাইশ শহরের কুইন্তা দা মারিনিয়া এলাকায় অবস্থিত এই বিলাসবহুল প্রাসাদটিকে ইতোমধ্যে দেশটির সবচেয়ে মূল্যবান সম্পত্তি বলে প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
এর আগে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, ২০২৬ ফিফা বিশ্বকাপের পরেই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চান তিনি। সেই সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ নিয়ে বিয়ের আয়োজন করার আশাও প্রকাশ করেছিলেন আল নাসরের অধিনায়ক। ধারণা করা হচ্ছে, রোনালদোর নিজ শহর মাদেইরায় বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জনপ্রিয়তা সত্ত্বেও এটি ছোট পরিসরের একটি আয়োজন হবে বলে জানিয়েছেন জর্জিনা।
তবে নতুন বাড়ি নির্মাণে খরচে কোনো ধরনের কার্পণ্য করেননি এই দম্পতি। স্প্যানিশ ম্যাগাজিন সেমানার তথ্যমতে, ২০২০ সাল থেকে বাড়িটির সংস্কারকাজ শুরু করেছিলেন রোনালদো ও জর্জিনা, যা এখন সম্পূর্ণ হয়েছে।
প্রায় ১২ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই প্রাসাদটির মধ্যে ৫ হাজার বর্গমিটার থাকার জন্য তৈরি করা হয়েছে। আটলান্টিক মহাসাগর থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত এই বাড়ির চারপাশে রয়েছে গলফ কোর্স, অশ্বারোহী কেন্দ্র ও নানা বিনোদন সুবিধা।
রোনালদো পরিবারের এই নতুন বাসভবনে রয়েছে ইনডোর ও আউটডোর সুইমিং পুল, ব্যক্তিগত জিম, বহু আসনবিশিষ্ট একটি সিনেমা হল এবং প্রায় ২০টি গাড়ি রাখার সক্ষমতা সম্পন্ন গ্যারেজ। যেখানে জায়গা পাবে সিআর৭-এর কোটি টাকার সব গাড়ি।
এর পাশাপাশি বাড়ির ভেতরে রয়েছে ইতালিয়ান মার্বেলের কাজ, খাঁটি সোনার তৈরি কল ও বিশেষভাবে রোনালদো ও জর্জিনার জন্য নকশা করা একটি লুই ভিঁতোঁ মুরাল। এই প্রাসাদটিই হতে যাচ্ছে রোনালদো–জর্জিনার সবচেয়ে বিলাসবহুল প্রকল্প। ফুটবল থেকে অবসর নেয়ার পর পরিবারের সঙ্গে স্থায়ীভাবে এখানেই বসবাস করার পরিকল্পনা রয়েছে পর্তুগিজ এই মহাতারকার।
আইকে/টিএ