আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ব্যাটিং কোচ হিসেবে ভারতের বিক্রম রাঠৌরকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলের পরামর্শক হিসেবে তার এই নিয়োগ কার্যকর হবে আগামী ১৮ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত।
আগামী ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাঠৌরের নিয়োগের মূল লক্ষ্য বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতি জোরদার করা।
সাবেক ভারতীয় এই ব্যাটসম্যান সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ভারত পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের সহকারী কোচ হিসেবেও কাজ করছেন।
রাঠৌরের নিয়োগের এক মাস আগেই শ্রীলঙ্কা ক্রিকেট যুক্ত করেছে আরেক সাবেক ভারতীয় কোচিং স্টাফ সদস্য আর শ্রীধরকে। বিশ্বকাপকেন্দ্রিক স্বল্পমেয়াদি চুক্তিতে তিনি শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে পড়েছে শ্রীলঙ্কা। একই গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও ওমান। ৮ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা।
টিজে/টিকে