কার্তিক আরিয়ানের চারপাশে বিতর্কের ছায়া যেন কমছেই না। সম্প্রতি ১৮ বছরের এক কিশোরী কলেজছাত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেতার নাম সামাজিক মাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েছে। সেই বিতর্কের মধ্যেই নতুন আঘাত এলো, এবার ফাঁস হলো কার্তিকের ডেটিং অ্যাপ অ্যাকাউন্টের তথ্য।
নিউ ইয়র্কের এক নেটপ্রভাবী সম্প্রতি প্রকাশ করেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ‘রায়া’ নামে একটি ডেটিং অ্যাপে কার্তিকের প্রোফাইল দেখা গিয়েছিল। সেখানে তার বয়স লেখা ছিল ৩২, অথচ বাস্তব বয়স সেই সময় ৩৫। নেটপ্রভাবী মন্তব্য করেছেন, “৩৬ বছরের একজন প্রাপ্তবয়স্ক লোক ১৮ বছরের কিশোরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন, এটি কীভাবে স্বাভাবিক?” এই বিষয়টি তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
কার্তিক নিজেও গোয়া থেকে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন, যেখানে শুধুই তাঁর পা দেখা যাচ্ছিল। একই সময় কিশোরী করিনাও একটি ছবি শেয়ার করেন, যেখানে সমুদ্রসৈকত এবং ভলিবল কোর্ট দৃশ্যমান। কটাক্ষ এবং গুজবের মধ্যে করিনা স্পষ্ট করেছেন, তিনি কার্তিককে চেনেন না এবং পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। প্রেমের গুঞ্জন ছড়াতেই কার্তিক তাকে ‘ফলো’ করা বন্ধ করেন।
এই মুহূর্তে কার্তিক আরিয়ান এই বিতর্ক নিয়ে নীরব রয়েছেন। সামাজিক মাধ্যম, নেটপ্রভাবী এবং গণমাধ্যমে গুঞ্জন এবং সমালোচনার ঝড় চলতেই থাকায় অভিনেতার নাম এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে।
আরপি/টিকে