দুই বছর পর বিপিএলে খেলতে এসেই ম্যাচসেরা হলেন মুহাম্মদ ওয়াসিম। বাংলাদেশে আসার আগে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি লিগে খেলেছেন তিনি। সেখানে সাকিবের থেকে পাওয়া পরামর্শ বিপিএলে কাজে লেগেছে বলে জানিয়েছেন তিনি।
ওয়াসিম আরও জানান, 'কিংবদন্তি' বড়ভাই সাকিবের কাছ থেকে ক্রিকেটীয় জীবনে অনেক কিছুই শিখেছেন তিনি।
ওয়াসিম বলেন, ‘সাকিব ভাই আমাদের বড় ভাইয়ের মতো। আমি তার সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি এবং তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। তিনি একজন কিংবদন্তি, সত্যিকারের কিংবদন্তি। মাঠের ভেতর এবং বাইরে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।
আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশে (খেলার জন্য) কী করতে পারি। সে আমাকে কিছু টিপস দিয়েছিল এবং আজ সেগুলো কাজে লাগিয়েছি।’
দুই বছর পর বিপিএলে এসে বৃহস্পতিবার ৩৫ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ওয়াসিম। নোয়াখালী এক্সপ্রেসকে হারানোর মূল নায়কও ছিলেন তিনি। তার ব্যাটে ভর করে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। পরে সংবাদ সম্মেলনেও আসেন তিনি। সেখানে জানান, ধারবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি।
ওয়াসিম বলেন, 'ভালো লাগছে। আমার পারফরম্যান্সে খুব খুশি। দলের জন্য অবদান রাখতে পেরেছি এবং বিপিএলে প্রথমবার ম্যাচ সেরা হয়েছি।সামনের ম্যাচগুলোতেও আমি এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।’
এমআর/টিকে