সিলেট টাইটান্সের বিপক্ষে আগের দেখায় ৬ রানের ব্যবধানে হেরেছিল ঢাকা ক্যাপিটালস। প্রতিশোধের ম্যাচে শুরুতে জয়ের আশা দেখিয়েছিল তারা। তবে মাঝে ছন্দ হারিয়ে এবার হারলো আরও বড় ব্যবধানে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেটের বিপক্ষে ২০ রানে হেরেছে ঢাকা। ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান করতে সক্ষম হয় মিঠুনের দল। ঢাকার হয়ে রহমানউল্লাহ ৫১ রানের ইনিংস খেললেও সেটি কাজে আসেনি। ২৫ রান খরচায় সিলেটের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সালমান ইরশাদ।
রান তাড়ায় নেমে এদিন শুরুটা অবশ্য খারাপ ছিল না ঢাকার। আগ্রাসী শুরুতে ওপেনিং জুটিতেই তারা তুলে নেয় ৫৬ রান। চাপে পড়া সিলেটকে বল হাতে ব্রেকথ্রু এনে দেন রুয়েল মিয়া। ১১ বলে ৫ চারের মারে ২৪ রান করে তার শিকার হন আব্দুল্লাহ আল মামুন। তার বিদায়ের পর দ্রুত দুই উইকেট হারিয়ে উল্টো চাপে পড়ে ঢাকা। ৭ বলে ৩ রান করে নাসুম আহমেদের বলে বোল্ড হন নাসির। ২ বলে ১ রান করে বাউন্ডারিতে ক্যাচবন্দীহন শামীম হোসেন। চতুর্থ উইকেটে চাপ সামলে ওঠার চেষ্টা করেছিলেন রহমানউল্লাহ ও সাইফ হাসান। তাদের জুটিতে জয়ের আশাও বাড়ছিল ঢাকার।
তবে গুরবাজের আউটে তাদের ৩৭ রানের জুটি ভাঙার পর ফের চাপে পড়ে ঢাকা। ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করে সালমানের শিকার হন গুরবাজ। ১৪ বলে ১ ছক্কা ও ১ চারের মারে ২২ রান করে কিছুক্ষণ পর বিদায় নেন সাইফও। এরপর মিঠুন (৭), মোহাম্মদ সাইফউদ্দিন (৮) কিংবা ইমাদ ওয়াসিমরা (১২) আর দলকে লড়াইয়ে রাখতে পারেননি। ১৬ বলে ২ ছক্কায় শেষ পর্যন্ত ২৫ রানে সাব্বির রহমান অপরাজিত থাকলেও দলকে হার থেকে রক্ষা করতে পারেননি।
সালমান ছাড়াও সিলেটের হয়ে উইকেটের দেখা পেয়েছেন মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই, রুয়েল মিয়া ও নাসুম আহমেদ। মঈন ২টি আর বাকিরা ১টি করে উইকেট পেয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন, আরিফুল ইসলাম, ওমরজাই ও মঈন আলীর কল্যাণে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের পুঁজি পেয়েছিল সিলেট। ইমন ২৪ বলে ৩২, আরিফুল ২৯ বলে ৩৮ আর ওমরজাই ২৩ বলে ৩৩ রান করেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন মঈন। তার ৮ বলে ২৮ রানের ক্যামিওতে ভর করে জয়ের পুঁজি পেয়েছিল সিলেট।
ঢাকার হয়ে বল হাতে ৩৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন জিয়াউর রহমান। এছাড়া ইমাদ ওয়াসিম, নাসির হোসেন ও সাইফ হাসান ১টি করে উইকেট নেন।
এ জয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের আশা দৃঢ় করলো সিলেট। টেবিলে বর্তমানে তাদের অবস্থান তিনে। অন্যদিকে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শঙ্কায় পড়ে গেল ঢাকা। ৬ দলের মধ্যে তারা ৫-এ অবস্থান করছে তারা।
আরআই/টিকে