বলিউডের পরিচিত অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্নার শো সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তাদের বিতর্কিত প্রশ্ন ও মন্তব্যের কারণে। শোয়ের এক পর্বে টুইঙ্কল প্রশ্ন ছুঁড়ে বলেন, “বিয়ে টিকিয়ে রাখতে প্রেম না বোঝাপড়া কোনটা বেশি জরুরি?” এর পাশাপাশি তিনি বিতর্ক উস্কে দিয়ে জিজ্ঞেস করেন, “মানসিক নাকি শারীরিকভাবে সঙ্গীর বিশ্বাসঘাতকতা বেশি প্রভাব ফেলে?” এই প্রশ্নের উত্তরে জাহ্নবী কাপুর স্পষ্টভাবে জানায়, স্বামীর পরকীয়া বা অন্য কোনো যৌনসঙ্গী থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
কাজল এ বিষয়ে বলেছিলেন, বোঝাপড়া ছাড়া সম্পর্ক টেকানো কঠিন। তবে করণ জোহর মনে করিয়ে দেন, শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্ক ভাঙার একমাত্র দায়ী নয়। এই দ্বন্দ্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্বের মধ্যে বিভিন্ন মতের সংঘর্ষ দেখায়, যেখানে টুইঙ্কল ও কাজল দু’জনেই আলাদা অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।
এ বিষয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী গৌতমী কাপুরও মুখ খুলেছেন। তিনি জানান, তিনি ঠিক জানেন না কাজল ও টুইঙ্কল কী বলেছেন, তাই সরাসরি কিছু মন্তব্য করতে চান না। তবে গৌতমী মনে করেন, বিশ্বাসঘাতকতার আলাদা কোনো সংজ্ঞা হয় না। কাউকে ঠকানো মানে ঠিকঠাক ঠকানোই, তা শারীরিক হোক বা মানসিক। তিনি আরও বলেন, নিজের সম্পর্ক ও প্রিয়জনদের বিষয়ে তিনি অত্যন্ত পজেটিভ। গৌতমী স্পষ্ট করেন, তিনি দুই অভিনেত্রীর কথাকে সম্মান করেন এবং তাদের দু’জনকেই ভালোবাসেন।
শোটি একদিকে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে, অন্যদিকে বলিউডের বিভিন্ন তারকার মধ্যে এই বিতর্ক নিয়ে নানা প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। দর্শক ও ভক্তরা তীব্র আলোচনা শুরু করেছেন, যেখানে সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং বিবাহের জটিলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
পিআর/এসএন