ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের ধাক্কায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের ধাক্কা লাগে। এতে তিন যাত্রী নিহত হন এবং আরও ১০ জন আহত হন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পিআর/এসএন