দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং সুন্দর বাংলাদেশ বির্নিমানে তারেক রহমানের বিকল্প নেই- এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ আসনে ধানের শীষ মনোনিত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার হালসায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দুলু বলেন, বিএনপি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বিএনপি এ দেশের মানুষের আস্থার প্রতীক। দেশের সংকট, বিপদে সবসময়ই জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমআর/এসএন