বলিউডের প্রখ্যাত অভিনেতা, নির্মাতা ও প্রযোজক ফারহান আখতারের জন্মদিন আজ। ১৯৭৪ সালের এই দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। চিত্রনাট্যকার জাভেদ আখতার ও হানি ইরানির সন্তান হিসেবে ছোটবেলা থেকেই সিনেমার পরিবেশের সঙ্গে পরিচিত ছিলেন ফারহান।
ক্যারিয়ার শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে। অভিনয়ে পদার্পণ হয় ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রক অন’ সিনেমার মাধ্যমে, যা তাকে দর্শক ও সমালোচকের নজরে আনে। এরপর নির্মাতা হিসেবেও তিনি সুপরিচিত হয়ে ওঠেন ‘দিল চাহতা হ্যায়’, ‘ডন ২’সহ আরও বেশ কিছু সিনেমার মাধ্যমে। শুধুমাত্র অভিনয় ও পরিচালনাই নয়, ফারহান একজন দক্ষ গায়কও। তার গানের প্রতিভা ‘রক অন’ ও অন্যান্য ছবিতে প্রকাশ পেয়েছে, যা তাকে বলিউডে বহুমুখী শিল্পী হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এমকে/এসএন