কন্নড় সুপারস্টার ও কেজিএফ খ্যাত তারকা যশের ৪০ তম জন্মদিনে দর্শকেরা দেখল এক নতুন ধামাকা! এই বিশেষ দিনে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’- এর টিজার, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা।
টিজারে যশকে দেখা গেছে এক ভয়ংকর গ্যাংস্টার ‘রায়া’র চরিত্রে; আর এমন অ্যাকশন অবতারে তাকে আগে কল্পনাও করেননি দর্শকরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মুক্তি পায় বহুল প্রতীক্ষিত সিনেমার এই টিজার। ২ মিনিট ৫১ সেকেন্ডের এই ঝলকে নতুন এক বিধ্বংসী অবতারে ধরা দিয়েছেন যশ।
টিজারটির শুরু হয় একটি গোরস্থানে শেষকৃত্যের দৃশ্য দিয়ে। সেখানে হঠাৎ করেই রায়া (যশ) হিসেবে অভিনেতার প্রবেশ ঘটে এবং মুহূর্তের মধ্যে শান্ত পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়।
বোমাবাজি, গোলাগুলি আর বারুদের গন্ধে আচ্ছন্ন; এমন সময়ে জ্যাকেট গায়ে দিয়ে, মুখে সিগারেট নিয়ে এন্ট্রি নিলেন যশ।
এমআই/এসএন