ফেদেরিকো ভালভার্দের অসাধারণ নৈপুণ্যে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই পার্থক্য গড়ে দেন ভালভার্দে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে নেওয়া তার বিধ্বংসী ফ্রি-কিক গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই জালে জড়ায়। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত এক থ্রু পাসে রোদ্রিগোকে দিয়ে রিয়ালের দ্বিতীয় গোলটি করান তিনি।
তবে সহজে হার মানেনি অ্যাতলেতিকো মাদ্রিদ। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ৫৮তম মিনিটে হেডে গোল করে দলকে ম্যাচে ফেরান আলেক্সান্ডার সরলথ।
এরপর সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল অ্যাতলেতিকো। আঁতোয়ান গ্রিয়েজমানের শক্তিশালী শট দারুণ দক্ষতায় রুখে দেন রিয়ালের গোলরক্ষক থিবু কোর্তোয়া।
শেষ মুহূর্তে হুলিয়ান আলভাজের শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশায় শেষ হয় দিয়েগো সিমিওনের দলের ম্যাচ।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ কম সুযোগ পেয়েও ছিল দারুণ কার্যকর। আটটি শটের মধ্যে দুইটিই গোল আদায় করে নেয় জাবি আলোনসোর শিষ্যরা।বিশেষ করে রাইট-ব্যাক পজিশনে খেলেও ভালভার্দের আক্রমণাত্মক অবদান ছিল চোখে পড়ার মতো।
এই জয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলের দুই মহারথীর মধ্যে এটি হবে টানা চতুর্থ সুপারকোপা ফাইনাল, যা নিয়ে রোমাঞ্চ আরো বেড়ে গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
এমআর/এসএন