দু’বছর আগে ‘কল্কি ২৮৯৮ এডি’ কতটা ভেল্কি দেখাতে পেরেছিল? মনে করতে পারছেন না অনুরাগীরা। তবুও তাঁদের অনন্ত প্রতীক্ষা প্রভাসের জন্য। দু’বছর পরে ‘রাজাসাব’ নিয়ে ফিরতেই আবেগ সামলাতে পারলেন না ভক্তরা। ভোরেই প্রেক্ষাগৃহের সামনে তাণ্ডব!
শুক্রবার মুক্তি পেয়েছে গা ছমছমে ভয় আর কৌতুকের মিশেলে তৈরি প্রভাস অভিনীত ছবিটি। দেশের অধিকাংশ জায়গাতেই সকালের শো পেয়েছে ছবিটি। হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ভোর থেকেই দর্শকের ঢল। থিকথিক করছে ভিড়। সকলেই প্রহর গুনছেন প্রভাসের।
একটা সময়ের পর ধৈর্যহারা তাঁরা। কিছু জন প্রেক্ষাগৃহের দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। একদল পাঁচিল বেয়ে উঠে ভিতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। নির্দিষ্ট সময়ে প্রেক্ষাগৃহের দরজা খুলতেই অন্ধের মতো দৌড়োতে শুরু করেন তাঁরা। কত ক্ষণে বড়পর্দায় প্রিয় নায়কের দেখা মিলবে! তবে এত তুলকালামের মধ্যে হতাহতের কোনও খবর এখনও আসেনি। প্রত্যেক অনুরাগীর হাতে ছিল প্রভাসের পোস্টার।
তাঁদের এবং সিনেসমালোচকদের আশা, থালাপতি বিজয়ের ‘জানা নায়গান’ ছবিটি মুক্তি না পাওয়া বুঝি শাপে বর হতে চলেছে প্রভাসের ক্ষেত্রে। এই মুহূর্তে বড়পর্দায় অভিনেতার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। প্রসঙ্গত, ‘রাজাসাব’-এ প্রথম পারিশ্রমিক কমিয়েছেন প্রভাস। ৫০ কোটি টাকা কম নিয়েছেন তিনি! খবর, ছবির প্রযুক্তির পিছনে পরিচালক-প্রযোজক যাতে আরও খরচ করতে পারেন, তার জন্যই নাকি নায়কের এই পদক্ষেপ।
১০ জানুয়ারি মুক্তি পাবে শিবকার্তিকেয়নের ‘পরশক্তি’ ছবিটি। এখন দেখার, ছবিটি ‘ধুরন্ধর’-এর মতো সাফল্য পায় কি না। না হলে প্রভাসের সামনে সত্যিই খোলা ময়দান।
এসএন