বলিউডের তারকাদের প্রেমজীবন মানেই আলোচনার ঝড়। সেই তালিকায় বরাবরই শীর্ষে থেকেছেন অক্ষয় কুমার। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় তাঁকে বারবার এনে দিয়েছে বিতর্কের কেন্দ্রে। একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেম, বাগ্দানের পরও সম্পর্ক ভাঙন, এমনকি প্রেমিকার প্রিয় বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা সব মিলিয়ে অক্ষয়ের প্রেমকাহিনি বলিউডে দীর্ঘদিন ধরেই চর্চার বিষয়।
নব্বইয়ের দশকে রাভীনা টন্ডনের সঙ্গে অক্ষয়ের সম্পর্ক ছিল সবচেয়ে আলোচিত। শুটিং সেট থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমে গড়ায়। পরিবারের সম্মতিতে বাগ্দানও সেরে ফেলেছিলেন তাঁরা। কিন্তু সেই সম্পর্কের মধ্যেই অন্য অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে অক্ষয়ের বিরুদ্ধে। পরে রবীনা নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, একাধিক নায়িকার সঙ্গে অক্ষয়ের যোগাযোগ তাঁকে গভীরভাবে আঘাত করেছিল। এমনকি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগও সামনে আসে।
রাভীনা আগেও অক্ষয়ের জীবনে ছিলেন পূজা বাত্রা। বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, বলিউডে প্রতিষ্ঠা পেতে পূজার সাহায্য পেয়েছিলেন অক্ষয়। কিন্তু অভিনয়ে সুযোগ পাওয়ার পরই সেই সম্পর্ক ভেঙে যায়। যদিও পরবর্তীকালে তাঁদের মধ্যে সৌজন্য বজায় ছিল।
এরপর আয়েশা ঝুলকা এবং শিল্পা শেট্টির সঙ্গে অক্ষয়ের নাম জড়ায়। শিল্পার সঙ্গে ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছেছিল যে, বিয়ের কথাবার্তাও শুরু হয়েছিল বলে শোনা যায়। কিন্তু সেই সম্পর্কেও ভাঙন ধরে, যখন শিল্পার ঘনিষ্ঠ বান্ধবী টুইঙ্কল খন্নার সঙ্গে অক্ষয়ের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রেমিকার প্রিয় বান্ধবীর সঙ্গেই ঘনিষ্ঠ হয়ে পড়ার অভিযোগ অক্ষয়ের ভাবমূর্তিকে আরও প্রশ্নের মুখে ফেলে।
শেষ পর্যন্ত ২০০১ সালে টুইঙ্কল খন্নাকেই বিয়ে করেন অক্ষয়। তবে বিয়ের পরেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন সেই সময় নতুন করে আলোড়ন তোলে। শোনা যায়, এই ঘটনায় টুইঙ্কল এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে সংসার ভেঙে দেওয়ার শর্তও দিয়েছিলেন। পরে অক্ষয় প্রিয়াঙ্কার সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করতে বাধ্য হন।
পরবর্তী সময়ে ক্যাটরিনা কইফ এবং নিমরত কৌরের সঙ্গেও অক্ষয়ের নাম জড়ায়। যদিও এই সম্পর্কগুলিকে অনেকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবু অক্ষয়ের প্রেমজীবনের দীর্ঘ তালিকা আজও বলিউডের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি হয়ে রয়েছে।
পিআর/এসএন