কেজিএফ তারকা যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক : এ ফেইরি টেল ফর গ্রোন-আপস’-এর টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন। যশের লুক ও অ্যাকশন যেমন আলোচনা কুড়িয়েছে, তেমনই টিজারের একটি ঘনিষ্ঠ দৃশ্যে গাড়ির ভেতরে যশের সঙ্গে দেখা যাওয়া রহস্যময়ী অভিনেত্রীকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
টিজারে যশের পাশাপাশি অভিনেত্রীর বোল্ড স্টাইল, অন্তরঙ্গ দৃশ্য ও অভিব্যক্তি দর্শকদের নজর কাড়ে। ছবির নির্মাতারা ইতিমধ্যেই তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি ও হুমা কুরেশির চরিত্র ও লুক প্রকাশ করলেও, এই অভিনেত্রীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
তাই প্রশ্ন একটাই- তিনি কে?
ন্যাটালি বার্ন না কি সাশা গ্রে?
সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি যে নামটি ঘুরছে, তা হলো ন্যাটালি বার্ন। তিনি ইউক্রেনীয়-আমেরিকান অভিনেত্রী ও মডেল। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী, তিনি দ্য অ্যাক্টরস স্টুডিও ও দ্য টেলিভিশন একাডেমির সদস্য এবং পেশাদার অভিনেত্রী। টিজার মুক্তির দিন তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ‘টক্সিক’-সংক্রান্ত পোস্ট শেয়ার করেছেন, যা জল্পনাকে আরো উসকে দেয়।
কে এই ন্যাটালি বার্ন?
অভিনয়ে আসার আগে ন্যাটালি ছিলেন পেশাদার ব্যালে নৃত্যশিল্পী। মস্কোর বলশই ব্যালে স্কুল ও লন্ডনের রয়্যাল ব্যালে স্কুলে প্রশিক্ষণ নেন। পরে লস অ্যাঞ্জেলেসে লি স্ট্রাসবার্গ থিয়েটার ইনস্টিটিউট ও আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টসে অভিনয়ে শিক্ষাগ্রহণ করেন।
হলিউডে তিনি পরিচিত অ্যাকশন ও স্টান্টভিত্তিক চরিত্রে অভিনয়ের জন্য।
‘দ্য এক্সপেনডেবলস ৩’, ‘মেকানিক : রিজারেকশন’, ‘ব্ল্যাক অ্যাডাম’, ‘দ্য এনফোর্সার’-এর মতো ছবিতে কাজ করেছেন। ‘টক্সিক’ হতে পারে তাঁর প্রথম ভারতীয় ছবিৎ- আর সেই প্রথম ঝলকেই দর্শকের নজর কাড়েন তিনি।
তবে সব নেটিজেন একমত নন। কেউ কেউ বলছেন, দৃশ্যে দেখা অভিনেত্রী সাশা গ্রে। যদিও এই দুই নামের কোনোটি এখনো নির্মাতাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এর টিজার গল্পের ইঙ্গিত খুব বেশি না দিলেও আগ্রহ বাড়িয়েছে কয়েকগুণ। ছবিটি আগামী ১৯ মার্চ ২০২৬-এ ঈদের সময় মুক্তি পাবে।
আরআই/টিকে