দুর্ঘটনা ঘটে গেল ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা অভিমন্যু সিংয়ের বাড়িতে।
গত ২৯ ডিসেম্বর তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে অন্তত কয়েক কোটি টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছেন। সূত্রের খবর অনুযায়ী, পুলিশ অভিনেতার বাড়ি থেকে চুরি যাওয়া অর্থ এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে। সেসব অভিমন্যুকে ফেরতও দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গভীর রাতে ঘটেছে চুরির ঘটনাটি। অভিনেতার বাংলোর শাওয়াররুমের জানালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে চুর। তারপর টাকা-পয়সা, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ওই রাতে অবশ্য বাংলোতে ছিলেন না অভিনেতা।
এ ব্যাপারে অভিনেতার বৃদ্ধ মা পুলিশকে অবহিত করেন বিষয়টি। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারপর তদন্ত শুরু হয়। মোবাইল ফোন ট্র্যাকিং করে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, চুরি করা কিছু স্বর্ণালংকার একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন তিনি। বাকিগুলো নিজ বাড়িতে লুকিয়ে রেখেছেন। পরে তার বাড়ি তল্লাশি করে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, অভিমন্যু হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি একাধারে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম-সহ বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন। বিভিন্ন সময় নানা ধরনের চরিত্রে হাজির হয়ে থাকেন। ‘গুলাল’, ‘রাক্ত চরিত্র’ ও ‘থালাইভা’র মতো সিনেমায় দেখা গেছে তাকে।
টিজে/টিকে