আজমল শাহজাদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ইংল্যান্ডের সাবেক এই পেসার এমসিসির হেড কোচ হিসেবে পুরো কোচিং টিমকে নেতৃত্ব দেবেন।
এর আগে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত লর্ডসের কোচিং বিভাগে কাজ করেছিলেন শাহজাদ। তবে এরপর থেকে সহকারী কোচ (বোলিং লিড) হিসেবে পাঁচ বছর কাটান ডার্বিশায়ারে।
শাহজাদ বললেন, ‘লর্ডসে ফিরে এসে আমাদের প্রতিভাবান কোচদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। খেলোয়াড় এবং কোচ হিসেবে আমার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করি। আমি চাই আমাদের দল এবং এমসিসি সব স্তরের ক্রিকেটে প্রভাব রাখতে সক্ষম হোক।’
এমসিসির হেড অফ প্রোগ্রামস রিকি রেনল্ডস বলেন, ‘আজমলকে ফের এমসিসিতে পেয়ে আমরা আনন্দিত। একজন অভিজ্ঞ কোচ হিসেবে তিনি এমন একটি কোচিং ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবেন যা খেলোয়াড়দের বিকাশে সাহায্য করবে। লর্ডস পারফরম্যান্স সেন্টারকে বিশ্বমানের কোচিং, উদ্ভাবন ও কোচ উন্নয়নের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ার, ল্যানকাশায়ার, নটিংহ্যামশায়ার ও সাসেক্সের হয়ে খেলেছেন আজমল। ২০১৭ সালে নিজের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যুক্ত হন এই পেসার।
আরআই/টিকে